দুই নক্ষত্রের বিদায়। সেই মঞ্চে আগামী দিনের দুই নতুন তারকার উত্থান। বছরের শেষ প্রতিযোগিতা এটিপি ফাইনালস দারুণ এক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। ফাইনালে মুখোমুখি বিশ্ব র্যাঙ্কিংয়ের তিন ও চার নম্বর তারকা ডমিনিক থিম এবং দানিল মেদভেদেভ।
সেমিফাইনালে থেমে গেল রাফায়েল নাদালের জয়রথ। রাশিয়ার দানিল মেদভেদেভ পাল্টে দিলেন চিত্র। বিশ্বের দুই নম্বর টেনিস তারকাকে হারালেন ৩-৬, ৭-৬ (৭), ৬-৩ ফলে। ম্যাচের শেষ ৭০ মিনিট ২৪ বছরের রুশ তারকার শাসনের কাছে আত্মসমর্পণ করেন নাদাল। যা নিয়ে ম্যাচের পরে রাফা বলেছেন, “দানিল বেশ কয়েকটা ভাল পয়েন্ট ছিনিয়ে নিয়েছে, তারই সঙ্গে এটাও মানতে হবে যে, আমিও কিছু ভুল করে ম্যাচে নিয়ন্ত্রণ হারিয়েছি।”
ম্যাচে শুরুর দিকে সামান্য হলেও শট নির্বাচনের ক্ষেত্রে নাদাল ছিলেন রক্ষণাত্মক। বেসলাইন থেকে প্রতিপক্ষকে যাচাই করার উপরে বেশি আস্থা রেখেছিলেন। মেদভেদেভ ছিলেন ততটাই আক্রমণাত্মক ছন্দে। সময় যত এগিয়েছে, রুশ তারকা ভোঁতা করে দেন রাফার ঘুরে দাঁড়ানোর প্রয়াস।