Advertisement
E-Paper

মহারণ নিয়ে নেই আশঙ্কা, মত আইসিসির

যদি কোনও পক্ষ সেটা না মানে তা হলে কী হবে? ‘‘সেই চুক্তি না মানলে পয়েন্ট দিয়ে দেওয়া হবে বিপক্ষ দলকে,’’ বলেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ০৪:৩৭
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সিইও ডেভ রিচার্ডসন।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সিইও ডেভ রিচার্ডসন।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে কোনও আশঙ্কা দেখছেন না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সিইও ডেভ রিচার্ডসন। গত মাসে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরে দাবি উঠেছিল ভারত এই ম্যাচ বয়কট করুক। অনেকে অবশ্য বয়কটের বিরদ্ধেও ছিলেন। তবে আইসিসি সিইও বলছেন, ‘‘আইসিসির কোনও প্রতিযোগিতায় সব সদস্যকেই একটা চুক্তি মেনে চলতে হয়। চুক্তি অনুযায়ী প্রতিযোগিতার সব ম্যাচে দল নামাতে হবে।’’

যদি কোনও পক্ষ সেটা না মানে তা হলে কী হবে? ‘‘সেই চুক্তি না মানলে পয়েন্ট দিয়ে দেওয়া হবে বিপক্ষ দলকে,’’ বলেছেন তিনি। ১৬ জুন এই ম্যাচ বাতিলের দাবি ওঠার পরে ভারতের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের তরফে আইসিসির কাছে চিঠি লিখে পাকিস্তানের নাম না করে দাবি করা হয়েছিল, যে সব দেশ সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, তাদের বয়কট করা হোক। এর পরে আবার বিতর্ক তৈরি হয় ভারতীয় দল রাঁচী ওয়ান ডে ম্যাচে ফৌজি টুপি পরে নামায়। পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের শ্রদ্ধা জানাতেই ফৌজি টুপি পরে ম্যাচে নেমেছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সঙ্গে ক্রিকেটারেরা তাঁদের ম্যাচ ফিও দিয়েছিল জাতীয় প্রতিরক্ষা তহবিলে।

পাকিস্তান যার সমালোচনা করে আইসিসিকে চিঠি লিখেছিল। তাদের দাবি ছিল ভারত ক্রিকেট নিয়ে রাজনীতি করছে। এর পরে আইসিসি জানিয়ে দেয়, ফৌজি টুপি পরার আগে ভারত অনুমতি নিয়েছিল। কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এতে। আইসিসি সিইও বলেন, ‘‘হামলায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে এবং তাঁদের পরিবারকে সাহায্য করতে অর্থ সংগ্রহের উদ্যোগ হিসেবে ফৌজি টুপি পড়ার অনুমতি দেওয়া হয়েছিল। আইসিসির নীতি পরিষ্কার, খেলাধুলোয় রাজনীতি আনা যাবে না।’’

Cricket ICC Cricket World Cup 2019 India Pakistan Dave Richardson ICC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy