দু’বারের অলিম্পিক্স পদক জয়ী শুটার মুখবায়ার দোরসুরেন ভারতীয় পিস্তল দলের প্রধান কোচ হলেন। মঙ্গোলিয়ার প্রাক্তন শুটারকে আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে কোচের দায়িত্ব দিল ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া।
১৯৯২ বার্সেলোনা এবং ২০০৮ বেজিং অলিম্পিক্সে ২৫ মিটার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক পান দোরসুরেন। ভারতের শুটার রাহি স্বর্ণবাত তাঁর প্রশিক্ষণেই ২০১৮ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। ভারতের শুটিং কর্তারা দোরসুরেনের বিশাল অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন। তাঁর অভিজ্ঞতা ভারতের তরুণ শুটারদের সমৃদ্ধ করবে বলেই আশা করা হচ্ছে। তরুণদের অনুপ্রাণিত করার ক্ষেত্রেও শুটিং বিশ্বে সুপরিচিত দোরসুরেন। ৯ জুলাই থেকে দক্ষিণ কোরিয়ার চাংওনের হবে শুটিং বিশ্বকাপ। তার আগেই মঙ্গোলিয়ার প্রাক্তন শুটারকে কোচ নিযুক্ত করলেন শুটিং কর্তারা।
ভারতীয় শুটিং সংস্থার সেক্রেটারি জেনারেল কানওয়ার সুলতান সিংহ বলেছেন, ‘‘দোরসুরেন কেবল দু’বারের অলিম্পিক্স পদক জয়ীই নন, ওঁর অভিজ্ঞতা বিশাল। আমাদের আশা, জাতীয় দলের শুটাররা অনেক উপকৃত হবে। ২০২৪ সালের অলিম্পিক্সের কথা মাথায় রেখে ওঁর সঙ্গে আমরা দীর্ঘ মেয়াদী চুক্তি করেছি।’’