বিতর্কিত রেফারিংয়ের শিকার হয়ে যুব বিশ্বকাপ থেকে ছিটকে গেল ফ্রান্স! শেষ বাঁশি বাজার এক মিনিট আগে প্যারাগুয়ের রেফারি এনরিকে ক্যাসারেস এমন একটি সিদ্ধান্ত নিলেন, যা নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব। সোস্যাল মিডিয়ায় উঠেছে ঝড়।
স্পেনের জোসে আলান্সো লারা বল নিয়ে ঢুকে পড়েছিলেন ফ্রান্স বক্সে। বিপক্ষ স্টাইকারকে তাড়া করছিলেন ফ্রান্সের ওউমার সোলে। পরিষ্কার দেখা গেল লারা নিজেই পায়ে পা জড়িয়ে পড়ে গেলেন। এবং উঠে পড়ে তিনি হাত নাড়িয়ে পেনাল্টির দাবি করলেন। প্লে অ্যাক্টিং ধরতেই পারেননি রেফারি। তিনি সবাইকে অবাক করে পেনাল্টি দিয়ে দেন।
অনূর্ধ্ব ১৭-র ফিফা বিশ্বকাপে এতদিন রেফারিদের নিয়ে কোনও বিতর্ক তৈরি হয়নি। গ্রুপ লিগের কোনও ম্যাচে অভিযোগও করেননি কোনও কোচই। কিন্তু যা খবর তাতে গুয়াহাটি স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের পর ফ্রান্স কোচ লিওনেল রক্সেলও ঘুরিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রেফারির সিদ্ধান্তে। বলে দিয়েছেন, ‘‘শেষ মুহূর্তের ভুলে আমাদের ছিটকে যেতে হল।’’