Advertisement
০৩ মে ২০২৪

বিরাটের দলে বদল চান না দ্রাবিড়

এত দিন যে ভাবে খেলে এসেছেন বিরাট কোহালিরা, সে ভাবেই খেলে যাওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর মতে, ‘‘এত দিন যে পথে হেঁটে সাফল্য পেয়েছ, ফাইনালেও সেই পথেই হাঁটা উচিত। কোনও ভাবে দলে বা কৌশলে পরিবর্তন না করাই ভাল।’’

চনমনে: লন্ডনে ফিরে ট্যাক্সিতে বিরাট কোহালি।

চনমনে: লন্ডনে ফিরে ট্যাক্সিতে বিরাট কোহালি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ০৪:০৮
Share: Save:

দলে বা কৌশলে কোনও পরিবর্তন না করার পরামর্শ বিরাট কোহালিদের দিলেন রাহুল দ্রাবিড়।

এত দিন যে ভাবে খেলে এসেছেন বিরাট কোহালিরা, সে ভাবেই খেলে যাওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর মতে, ‘‘এত দিন যে পথে হেঁটে সাফল্য পেয়েছ, ফাইনালেও সেই পথেই হাঁটা উচিত। কোনও ভাবে দলে বা কৌশলে পরিবর্তন না করাই ভাল।’’

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশকে ন’উইকেটে হারিয়ে যে ভাবে ফাইনালে উঠেছে ভারত, সেই কৌশলই ঠিক বলে মনে করেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। তিনি বলেন, ‘‘ভারত যে রান তাড়া করতে ভালবাসে, তা তো ওরা গত কয়েকটা ম্যাচেই বুঝিয়ে দিয়েছে। তা ছাড়া আমাদের দলে এমন বহু অভিজ্ঞ ক্রিকেটার আছে, যারা বহুবার চাপের মুখে খেলে দলকে জিতিয়েছে। অনেক চাপ সামলেছে ওরা। তাই ওরা জেতাতে পারে দলকে।’’

কিন্তু শুরুটা ভাল হচ্ছে না ভারতের। শুরুর দিকে পাঁচেরও কম গড়ে রোহিত-শিখরদের রান তোলা নিয়ে রাহুলের কোনও আপত্তি নেই। বলেন, ‘‘ওরা এভাবেই ইনিংসের ভিত গড়তে পছন্দ করে। কারণ, ওরা তো জানে ওদের পিছনে ধোনি, যুবরাজ, হার্দিক, কেদার, জাডেজার মতো ব্যাটসম্যান রয়েছে। তাই প্রথমে ধীরগতিতে রান তুললেও পরে বাকিরা মেরে রান তুলে দিতে পারে। সেই ভরসাতেই থাকে ওরা।’’

পাকিস্তান রান তাড়া করলে ভারতের ২৮০-র বেশি তুললেই যথেষ্ট বলে মনে করেন রাহুল। আর শোয়েব মালিক, মহম্মদ হাফিজদের মতো সিনিয়ররা ভাল না খেললে তাদের পক্ষে ভাল কিছু করা কঠিন বলে মনে করেন রাহুল। বলেন, ‘‘শোয়েব আর হাফিজদের ভাল কিছু করতে হবে। তা হলেই পাকিস্তানের পক্ষে ভাল কিছু করা সম্ভব। ওরা নিজেদের সেরা পারফরম্যান্সটা দিতে পারলে দুর্দান্ত একটা ফাইনাল দেখার অপেক্ষায় থাকব।’’

বার্মিংহাম থেকে আসার পথে সপরিবারে ধবন, রোহিতদের মধ্যাহ্নভোজ।

পাশাপাশি আবার হরভজন সিংহের মতে বিরাট কোহালির ভারতীয় দলে ম্যাচ উইনারের সংখ্যা অনেক বেশি। রবিবার ওভালে ফাইনালের আগে সেটাই এগিয়ে রাখছে ভারতকে। ‘‘ফাইনালে ওঠার আগে অবধি দুর্দান্ত কয়েকটা পারফরম্যান্স দেখতে পেয়েছি এই ভারতীয় দলে। প্রতিভার দিক দিয়ে হোক বা অভিজ্ঞতায় পাকিস্তানের তুলনায় এগিয়ে রয়েছে ভারত।’’

যশপ্রীত বুমরা, কেদার যাদবদের মতো প্রতিভাদের প্রশংসায় পঞ্চমুখ হরভজন বলছেন, ‘‘এই ভারতীয় দলে দুর্দান্ত কয়েকজন তরুণ প্রতিভা রয়েছে। তার ওপরে আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি সাক্ষাতে জয়ের নিরিখে এগিয়ে ভারত।’’ বাংলাদেশের বিরুদ্ধে শুরুর থেকে শেষ নিঁখুত একটা পারফরম্যান্স উপহার দিয়েছে ভারত সেটাই মনে করছেন হরভজন। ‘‘সেমিফাইনালে শুরুর থেকে শেষ দুর্দান্ত খেলেছে ভারত। রোহিত আর শিখর ভারতকে দারুণ শুরু করতে সাহায্য করে। কোহালি সব সময় ইনিংস আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে,’’ বলছেন হরভজন।

ছবি: টুইটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE