ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) আসার পর থেকে তার বিরোধিতা করে এসেছে ভারত। সেই অবস্থান থেকে সরতে পারেন বিরাট কোহালিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে ডিআরএস ব্যবহার নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে ভারতীয় বোর্ড। যা হলে এই প্রথম ভারতের মাঠে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ডিআরএস থাকবে। এ ব্যাপারে আইসিসি কর্তা এবং প্রযুক্তি সরবরাহ সংস্থার কর্তারা বোর্ড এবং জাতীয় কোচ অনিল কুম্বলের সঙ্গে আলোচনায় বসবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শুরু ৯ নভেম্বর থেকে।