আবারও একটা বড় ইনিংস। এ বার টি২০তে। বিদেশের মাটিতে তাঁর অধিনায়কত্বে রেকর্ড ৯-০ সিরিজ জয়। টেস্ট সিরিজ ৩-০, ওয়ান ডে সিরিজ ৫-০ ও টি২০ সিরিজ ১-০ জিতে রেকর্ড করে ফেলেছে ভারত। শেষ ম্যাচ ছিল টি২০। বুধবার সেটাও ৭ উইকেটে জিতে নিয়েছে ভারত। ব্যাট হাতে ৫৪ বলে ৮২ রানের ইনিংস খেলেন বিরাট কোহালি। সঙ্গে মণীশ পাণ্ড্যর ৫১ রানের ইনিংস। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথম এভাবে সিরিজ জয়। ১৭১ রানের লক্ষ্যে নেমে শুরুতেই প্যাভেলিয়নে ফিরে গিয়েছিলেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। এর পর হাল ধরেন বিরাট কোহালি ও মণীশ পাণ্ড্য। ১১৯ রানের পার্টনারশিপেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
আরও পড়ুন
শ্রীলঙ্কায় খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু কিশোর ক্রিকেটারের
শ্রীলঙ্কা সফরে যে রেকর্ডগুলি গড়ল কোহালি অ্যান্ড কোং
এর মধ্যেই নতুন রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছেন বিরাট কোহালি। রান তাড়া করতে নেমে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান করে ফেললেন কোহালি। ছাপিয়ে গেলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালামকে। যাঁর রান ছিল ১০০৬। আন্তর্জাতিক টি২০তেও সর্বোচ্চ রানের তালিকায় তিন নম্বরে পৌঁছে গেলেন বিরাট। তাঁর আগে রয়েছেন, ব্রেন্ডন ম্যাকালাম (২১৪০ রান) ও তিলকরত্নে দিলশান (১৮৮৯)। এর পরই টুইটারে তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন হর্ষ ভোগলে থেকে মহম্মদ কাইফ, আঞ্জুম চোপড়া থেকে রাজীব শুক্ল। যেখানে সকলেই বিরাটের রান খিদের কথা বলেছেন। বিরাটের নতুন নাম ‘চেস মাস্টার’।
দেখুন টুইট ! _ ' ' ' & ' 👏🏻👏🏻 👍🏻 ' ✅ ✅ !
Chase master Virat Kohli hits 82 to guide India to a 7 wicket T20I victory over Sri Lanka in Colombo! #SLvIND https://t.co/zZP1L2grsE pic.twitter.com/rqC6aRK8sw
— ICC (@ICC) September 6, 2017
দেখুন টুইট ! _ ' ' ' & ' 👏🏻👏🏻 👍🏻
দেখুন টুইট ! _ ' ' ' & ' 👏🏻👏🏻 👍🏻 ' ✅ ✅ !
দেখুন টুইট ! _ ' ' ' & ' 👏🏻👏🏻 👍🏻 ' ✅ ✅ !
দেখুন টুইট ! _ ' ' ' & ' 👏🏻👏🏻 👍🏻 ' ✅ ✅ !
দেখুন টুইট ! _ ' ' ' & ' 👏🏻👏🏻 👍🏻 ' ✅ ✅ !