Advertisement
০৫ মে ২০২৪

আভার সোনা, দ্যুতির রেকর্ড

দ্যুতি চন্দ এবং আভা খাটুয়া—দুই বিতর্ক-মুক্ত অ্যাথলিট একই দিনে সোনা জিতলেন। ঘটনা হল, তিন বছর আগে  প্রায় অ্যাথলেটিক্স ছেড়ে দেওয়া আভাকে বারবার ফোন করে ফের ট্র্যাকে ফিরিয়েছিলেন দ্যুতিই। 

আভা খাটুয়া। ফাইল চিত্র।

আভা খাটুয়া। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ০৩:৪৪
Share: Save:

রাঁচীতে জাতীয় ওপেন অ্যাথলেটিক্স মিটে শুক্রবার চমকপ্রদ একটি ঘটনা ঘটল।

দ্যুতি চন্দ এবং আভা খাটুয়া—দুই বিতর্ক-মুক্ত অ্যাথলিট একই দিনে সোনা জিতলেন। ঘটনা হল, তিন বছর আগে প্রায় অ্যাথলেটিক্স ছেড়ে দেওয়া আভাকে বারবার ফোন করে ফের ট্র্যাকে ফিরিয়েছিলেন দ্যুতিই।

একশো মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়ে ওড়িশার দ্যুতি যখন সোনার আলোয় ভাসছেন, তাঁর একটু পরেই শটপাটে সোনা জিতলেন বাংলার আভা। জঙ্গলমহলের খুরশি গ্রামের কৃষক পরিবারের মেয়ে আভা রাজ্য মিটে হারিয়েছিলেন এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মনকে। জিতেছিলেন সোনা। লখনউয়ে আন্তঃ রাজ্য মিটেও সোনা জিতেছিলেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে এ দিন ১৫.৬৪ ছুড়ে সেরা হলেন তিনি। জাতীয় শিবিরে ডাক পাওয়া আভা ফোনে বললেন, ‘‘আমার লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে পদক জেতা। দ্যুতির কাছে আমি কৃতজ্ঞ। ও আমাকে সব সময় উদ্বুদ্ধ করে। ওর জন্যই আমার ট্র্যাকে ফিরে আসা।’’

আভার আলো ছড়ানোর দিনে দ্যুতি রেকর্ড গড়ে সোনা জিতলেও টোকিয়ো অলিম্পিক্সের যোগ্যতামান থেকে সামান্য দূরে শেষ করলেন। দরকার ছিল ১১.১৫ সেকেন্ড। সেমিফাইনালে সময় নিলেন ১১.২২ সেকেন্ড। ফাইনালে ১১. ২৫ সেকেন্ড। দ্যুতির ইভেন্ট, মেয়েদের ১০০ মিটারে ব্রোঞ্জ জিতলেন বাংলার হিমশ্রী রায়। যদিও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন দ্যুতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abha Khatua Dyuti Chand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE