Advertisement
E-Paper

কল্যাণীর আবাসিক শিবির নিয়ে ধোঁয়াশায় খালিদ

এই পরিস্থিতিতেই অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গলের নবাগত কোচ খালিদ জামিল। আর প্রথম দিন অনুশীলনে নেমেই লাল-হলুদ সমর্থকদের আপ্যায়ন দেখে অভিভূত তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ০৩:৫৮
রঙিন: সোমবার ইস্টবেঙ্গলের ফুটবলারদের স্বাগত জানাতে অনুশীলনে পতাকা, পোস্টার, ড্রাম নিয়ে হাজির সমর্থকরা। ছবি: সুদীপ্ত ভৌমিক

রঙিন: সোমবার ইস্টবেঙ্গলের ফুটবলারদের স্বাগত জানাতে অনুশীলনে পতাকা, পোস্টার, ড্রাম নিয়ে হাজির সমর্থকরা। ছবি: সুদীপ্ত ভৌমিক

টিমের তিন বিদেশি দলের সঙ্গে যোগ দিতে আরও একথেকে দেড় সপ্তাহ। পারিবারিক কারণে প্রথম দিন থেকেই দলের সঙ্গে অনুশীলনে নামতে পারেননি গুরবিন্দর সিংহ এবং গোলকিপার লুইস ব্যারেটো। জাতীয় শিবিরে থাকায় সালাম রঞ্জন সিংহ বা নিখিল পূজারির মতো ফুটবলাররা যোগ দেবেন দিন কয়েক পরে। লুইস ব্যারেটো এবং মিরশাদ ছাড়া তৃতীয় গোলকিপার এখনও নেই।

এই পরিস্থিতিতেই অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গলের নবাগত কোচ খালিদ জামিল। আর প্রথম দিন অনুশীলনে নেমেই লাল-হলুদ সমর্থকদের আপ্যায়ন দেখে অভিভূত তিনি। প্রিয় দলের অনুশীলন দেখতে সোমবার সকালেই যাদবপুর, পানিহাটি, দমদম থেকে ক্লাবের মাঠে হাজির হয়ে গিয়েছিলেন সমর্থকরা। ফুল মালা, রংমশাল জ্বালিয়ে নবাগত কোচ ও তাঁর দলবল-কে বরণ করে নেন সমর্থকরা। অনুশীলন দেখতে হাজির সমর্থকদের একটা বড় অংশ আবার গোলের পিছনে গ্যালারিতে দাঁড়িয়ে লাল-হলুদ পতাকা হাতে, ড্রাম বাজিয়ে পুরো সময়টাই কখনও গাইলেন। কখনও বা কোচ খালিদ, সহকারী কোচ রঞ্জন চৌধুরী, ফিজিক্যাল ট্রেনার গার্সিয়া মিরান্দা-র উদ্দেশে টানা স্লোগান দিয়ে গেলেন।

যা দেখে সাংবাদিক সম্মেলনে এসে খালিদের বিষ্ময়পূর্ণ অভিব্যক্তি, ‘‘জীবনে কখনও অনুশীলন শুরুর দিনে এমন অভিজ্ঞতা হয়নি। বর্ণময় সমর্থক। রোজ এ রকম দল বেঁধে আসবে নাকি!’’ তার পরেই আই লিগ জয়ী কোচ বলে দেন, ‘‘গোটা মরসুম সমর্থকরা এ রকম মেজাজে পাশে থাকলে ভাল খেলার প্রেরণা পাব।’’

আরও পড়ুন:

সামার ডেফ অলিম্পিকে দৌড়বেন বাংলার কৃষ্ণ

প্রথম দিন কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং করিয়েই মাঠে হাজির ২৫ জন ফুটবলারকেই বল নিয়ে অনুশীলনে নামিয়ে দেন খালিদ। মাঠের বাইরে বসে শীর্ষ কর্তাদের সঙ্গে যা দেখলেন টিম ম্যানেজার মনোরঞ্জন ভট্টাচার্য, গোলকিপিং উপদেষ্টা ভাস্কর গঙ্গোপাধ্যায়রা। যে প্রসঙ্গে খালিদ বলছেন, ‘‘টিমে নতুন ফুটবলার প্রচুর। তাই সবাইকে দেখে নিতে আজ থেকেই উইথ বল অনুশীলন শুরু করিয়ে দিলাম।’’

কলকাতা লিগের ক্রীড়াসূচি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ না হলেও সূত্রের খবর অনুযায়ী, লিগে খালিদের টিমকে প্রথম ম্যাচ খেলতে হবে ৬ অগস্ট। পুরো টিম অনুশীলনে নামতে আরও এক সপ্তাহ। ফলে দশ-বারো দিনের প্রস্তুতিতেই লিগের লড়াইতে নেমে পড়তে হবে। যে সমস্যার কথা মেনে নিয়ে ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘‘কিছু করার নেই। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবেই। তা ছাড়া আমাদের সিনিয়র ফুটবলার এবং বিদেশিরা অভিজ্ঞ। অসুবিধা হবে না।’’

ইস্টবেঙ্গল কোচ শুরুতে কল্যাণীতে আবাসিক শিবিরের কথা বললেও তা হওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে। এ দিন তা আরও উস্কে দিয়ে খালিদ বলে গেলেন, ‘‘ক্লাব মাঠের অবস্থা বেশ ভাল। বৃষ্টিতে মাঠ কাদা হয়ে খেলার সমস্যা হলে তখন ভাবা যাবে। আগামী সপ্তাহে বলতে পারব কল্যাণীতে আবাসিক শিবির হবে কি না।’’

East Bengal Khalid Jamil Football খালিদ জামিল Residential camp ইস্টবেঙ্গল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy