Advertisement
E-Paper

‘আমাদেরও কিন্তু পরের ম্যাচগুলো জিততে হবে’

ইস্টবেঙ্গল দ্বিতীয় বার টানা ছয় বার কলকাতা লিগ জিতবেই বলতে রাজি নন তিনি। তবে লাল-হলুদ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য মানছেন, মোহনবাগান হেরে যাওয়ায় তাঁর টিম কিছুটা হলেও সুবিধেজনক অবস্থায় থাকছে। ‘‘পাঁচ পয়েন্টে আমরা এগিয়ে আছি ঠিকই। লিগে এটা সব সময়ই এটা সুবিধেজনক পরিস্থিতি। কিন্তু এখনও অনেক দূর যেতে হবে। সে জন্য অনেক সতর্ক হয়ে পা ফেলতে হবে। এগিয়ে থাকার সুবিধেটা নিতে হলে নিজেদের পরের ম্যাচগুলো জিততেই হবে,’’ বলে দিলেন লিগ শীর্ষে থাকা দলের কোচ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৫ ০৩:৩১

ইস্টবেঙ্গল দ্বিতীয় বার টানা ছয় বার কলকাতা লিগ জিতবেই বলতে রাজি নন তিনি। তবে লাল-হলুদ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য মানছেন, মোহনবাগান হেরে যাওয়ায় তাঁর টিম কিছুটা হলেও সুবিধেজনক অবস্থায় থাকছে।
‘‘পাঁচ পয়েন্টে আমরা এগিয়ে আছি ঠিকই। লিগে এটা সব সময়ই এটা সুবিধেজনক পরিস্থিতি। কিন্তু এখনও অনেক দূর যেতে হবে। সে জন্য অনেক সতর্ক হয়ে পা ফেলতে হবে। এগিয়ে থাকার সুবিধেটা নিতে হলে নিজেদের পরের ম্যাচগুলো জিততেই হবে,’’ বলে দিলেন লিগ শীর্ষে থাকা দলের কোচ।
ডুডু-কাতসুমিদের হেরে যাওয়া নিয়ে কোনও কথা বলতে চাননি ইস্টবেঙ্গল কোচ। মোহনবাগান নিয়েও নয়। তবে বলছেন, ‘‘আর্মি টিমটা খুব ভাল। আমরাও প্রথমে দু’গোল খেয়ে গিয়েছিলাম। পরে তিন গোল দিই। ছেলেরা দৃঢ়প্রতিজ্ঞ ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। আর্মির মতো টিমের বিরুদ্ধে জেতার জন্য কিন্তু মানসিকতা দরকার।’’
কথা বলে মনে হল পাঁচ পয়েন্টে এগিয়ে থাকায় কেভিন লোবো-রবার্টরা যাতে আত্মতুষ্ট হয়ে না পড়েন সে দিকে প্রচণ্ড নজর রাখছেন ইস্টবেঙ্গলের প্রতিটি কোচিং স্টাফ। কোচও সতর্ক। বললেন, ‘‘রোজই প্র্যাকটিসের পর প্রত্যেক ফুটবলারকে সতর্ক করছি। কালও করব। লিগের শুরুতেও তো চার পয়েন্টে এগিয়ে ছিলাম মোহনবাগানের চেয়ে। তখনই এরিয়ানের কাছে পয়েন্ট নষ্ট করলাম। আর সেটা আত্মতুষ্টির জন্যই। এ বার সেটা আমরা সবাই মাথায় রাখছি।’’
বৃহস্পতিবারই খেলতে হবে রঘু নন্দীর পুলিশের বিরুদ্ধে। নিজেদের মাঠে নয়, খেলা বারাসতে। বিশ্বজিৎ মনে করেন, ‘‘এটা ভালই হয়েছে। ডং ওই রকম মাঠই চাইছে।’’ এ দিন অনুশীলনে কুঁচকির ব্যথার জন্য মাঠে নামেননি লাল-হলুদের কোরীয় তারকা। তবে পুলিশ ম্যাচ খেলবেন। ‘‘মহমেডান ম্যাচে ডং যে গোলগুলো করেছে অসাধারণ। প্র্যাকটিসে এ রকম গোল অনেক করেছে। ভাল মাঠ পেলে এ রকম গোল ও আরও করবে। বারাসতের মাঠটা ও প্র্যাকটিসের সময় কিন্তু খুব উপভোগ করছে,’’ ডং নিয়ে একই সঙ্গে উচ্ছ্বসিত এবং আশাবাদী কোচ।

বর্তমান পরিস্থিতিতে অনেকেই ধরে নিচ্ছেন ৬ সেপ্টেম্বরের ডার্বি-ই এ বারের কলকাতা লিগের ফয়সালা করে দেবে। ইস্টবেঙ্গল কোচ অবশ্য তা মানতে নারাজ। বিশ্বজিৎ বরং বলছেন, ‘‘ডার্বিকে বাড়তি গুরুত্ব দিতেই হবে। ওটা একটা অন্য ম্যাচ। আলাদা লড়াই। অন্য ম্যাচগুলোতেও কিন্তু তিন পয়েন্ট আছে। সে জন্য ডার্বির সঙ্গে অন্য ম্যাচগুলোও জিততে হবে আমাদের।’’

অর্ণব মণ্ডল জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছেন। মেহতাব হোসেনের চোট। বৃহস্পতিবার নাও খেলতে পারেন। র‌্যান্টি মার্টিন্সকে ডার্বির জন্য তৈরি করতে আলাদা ভাবে অনুশীলন করানো হচ্ছে। ‘‘মোহনবাগানের থেকে এতটা এগিয়ে থাকাটা আমাদের পুরো টিমকে বাড়তি মোটিভেশন জোগালে সেটা তো আরওই ভাল,’’ বললেন ইস্টবেঙ্গলে প্রথম বার কোচিং করেই ইতিহাস ছোঁয়ার কাছাকাছি চলে আসা বিশ্বজিৎ।

east bengal coach biswajit bhattacharya comment east bengal poin table east bengal kolkata league kolkata football league eastbengal must win
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy