আই লিগ খেতাবের দৌড় থেকে ছিটকে গিয়েছে একটা দল। আর একটি দল ব্যর্থ অবনমন বাঁচাতে। তা সত্ত্বেও ইস্টবেঙ্গল ও মুম্বই এফসি দু’দলই জিততে মরিয়া শনিবার।
মুম্বই থেকে ফোনে লাল-হলুদের সহকারী কোচ রঞ্জন চৌধুরী বললেন, ‘‘আই লিগ নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য এখন ফেডারেশন কাপ। এই ম্যাচটা থেকেই ফেড কাপের দলটা গড়তে চাই।’’ সঙ্গে যোগ করেন, ‘‘মুম্বই এফসি-কে হারালে ফুটবলাররা মানসিক ভাবে অনেকটাই উজ্জীবিত হবে ফেড কাপের জন্য। তাই জেতা ছাড়া কিছুই ভাবছি না।’’
শুক্রবার সন্ধ্যায় কুপারেজ স্টেডিয়ামে ঘণ্টাখানেক অনুশীলন করেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। নির্বাসন কাটিয়ে ফিরছেন স্ট্রাইকার উইলিস প্লাজা। মুম্বই এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গল ফরওয়ার্ড লাইনে রবিন সিংহ-প্লাজা জুটি দেখার সম্ভাবনাই প্রবল। এ ছাড়াও ডিফেন্সে ফিরতে পারেন অর্ণব মণ্ডল।