Advertisement
০৭ মে ২০২৪

জবিদের নিয়ে ক্লাস, ম্যাচ সেই কাশ্মীরেই

পরের ম্যাচের ফোকাস তাতে নষ্ট হবে। দ্বিতীয়ত, চার্চিল ম্যাচ না জিতলে খেতাব জেতার লড়াইয়ে থাকা যাবে না।

মেজাজে: অনুশীলনে নিজস্বী তোলার ভঙ্গি চুলোভার। পাশে লাজং ম্যাচের নায়ক লালডানমাউইয়া (বাঁ দিকে)। ছবি: সুদীপ্ত ভৌমিক

মেজাজে: অনুশীলনে নিজস্বী তোলার ভঙ্গি চুলোভার। পাশে লাজং ম্যাচের নায়ক লালডানমাউইয়া (বাঁ দিকে)। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১৭
Share: Save:

লাজং এফসি-এর বিরুদ্ধে জয় ভুলে রবিবারের চার্চিল ব্রাদার্স ম্যাচ এখন আলেসান্দ্রো মেনেন্দেসের পাখির চোখ। শুক্রবার অনুশীলন শুরুর আগে জনি আকোস্তা, জবি জাস্টিনদের জন্য ড্রেসিংরুমে অদৃশ্য দু’টি প্ল্যাকার্ড লাগিয়ে দিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। প্রথমটি, মিডিয়ার সঙ্গে কথা বলা যাবে না। পরের ম্যাচের ফোকাস তাতে নষ্ট হবে। দ্বিতীয়ত, চার্চিল ম্যাচ না জিতলে খেতাব জেতার লড়াইয়ে থাকা যাবে না।

কোচের এই নির্দেশের পরে চব্বিশ ঘণ্টা আগের দুরন্ত জয়ের কোনও রেশ ছিল না যুবভারতী সংলগ্ন মাঠের অনুশীলনে। শুধু লাজং এফসি ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে নামা প্রকাশ সরকারের জন্মদিন পালন হল কেক কেটে মাঠে।

লাজং ম্যাচের প্রথম একাদশে যাঁরা খেলেছিলেন, তাঁদের এ দিন হাল্কা অনুশীলন হল। বাকিদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হল। তবে ক্লান্তি কাটাতে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল এনরিকে এসকুয়েদাদের অনুশীলন। বাহাত্তর ঘণ্টা পরেই নামতে হবে উইলিস প্লাজ়া, অ্যান্টনি উলফদের থামাতে। এই অবস্থায় পাঁচ গোলে ম্যাচ জেতার পরেও দলের দুই স্ট্রাইকার জবি এবং খাইমে কোলাদোকে নিয়ে আলাদা ক্লাস নিলেন আলেসান্দ্রো। যা থেকে স্পষ্ট, চার্চিল ম্যাচের অঙ্ক শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ। পাশাপাশি রক্ষণ সংগঠনের উপর জোর দেওয়া হল। আলেসান্দ্রো জানেন, খেতাবের লড়াইতে থাকা চার্চিলকে হারাতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার দিকে আরও এগিয়ে যাবে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, চার্চিলের বিভিন্ন ম্যাচের ভিডিয়ো ক্লিপিংস নিয়ে কাটাছেঁড়া শুরু করেছেন লাল-হলুদকে পনেরো বছর পরে আই লিগ জয়ের স্বপ্ন দেখানো কোচ। ঘনিষ্ঠ মহলে আলেসান্দ্রো বলেছেন, ঘরের মাঠের তিনটি ম্যাচ জিতে পরের তিনটি বাইরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে হবে।

এ দিকে, কাশ্মীরে জঙ্গি হামলায় সেনা জওয়ানদের মর্মান্তিক মৃত্যুর পরেও ভূস্বর্গে ফুটবল থামছে না। সোমবারের রিয়াল কাশ্মীর বনাম মিনার্ভা পঞ্জাব এবং ২৮ ফেব্রুয়ারি রিয়াল কাশ্মীর বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ স্থগিত রাখা হচ্ছে না জানিয়ে দিল ফেডারেশন। গত বারের আই লিগ চ্যাম্পিয়ন মিনার্ভা এবং ইস্টবেঙ্গল, দুই ক্লাবই ম্যাচ অন্যত্র সরানোর আবেদন করেছিল। কিন্তু আই লিগের চিফ এক্সিকিউটিভ অফিসার সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বলে দিলেন, ‘‘ম্যাচ কমিশনার এবং রেফারিরা শ্রীনগরে পৌঁছে গিয়েছেন। ম্যাচ করা নিয়ে কোনও সমস্যা হবে না জানিয়ে দিয়েছে ওখানকার প্রশাসন। এত বড় না হলেও, কাশ্মীরে এর আগেও নানা সমস্যা হয়েছে। তাতে লিগের ম্যাচ নিয়ে কোনও অসুবিধা হয়নি।’’ ইস্টবেঙ্গলের ম্যানেজার ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ও এ দিন বলে দিয়েছেন, ‘‘ফেডারেশন ২০ বার খেলা দিলে আমরা ২০ বার কাশ্মীরে খেলতে রাজি। কোনও সমস্যা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE