Advertisement
০৪ মে ২০২৪

চেন্নাইয়ের হারে স্বস্তি লাল-হলুদ শিবিরে

ডার্বি জয়ের পর চব্বিশ ঘণ্টাও কাটেনি। সোমবার বিকেলে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আরও একটা উচ্ছ্বসিত হওয়ার খবর চলে এল ভূস্বর্গ থেকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ০২:৩৮
Share: Save:

ডার্বি জয়ের পর চব্বিশ ঘণ্টাও কাটেনি। সোমবার বিকেলে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আরও একটা উচ্ছ্বসিত হওয়ার খবর চলে এল ভূস্বর্গ থেকে। লিগ শীর্ষে থাকা চেন্নাই সিটি এফসি-কে হারিয়ে দিল রিয়াল কাশ্মীর। ম্যাচ শেষ হওয়ার নয় মিনিট আগে গোলটি করেন আইভরি কোস্টের স্ট্রাইকার গ্নোহেরে ক্রিজো। চেন্নাইয়ের হারের সঙ্গে সঙ্গেই ময়দানের লাল হলুদ তাঁবুতে শুরু হয়ে যায় উল্লাস। কারণ এর ফলে জবি জাস্টিনরা খেতাব জেতার লড়াইতে অনেকটাই সুবিধা পেয়ে গেলেন। পরিস্থিতি যা তাতে ৭ ফেব্রুয়ারি ঘরের মাঠে আলেসান্দ্রো মেনেন্দেসের দল জিতলেই চেন্নাইয়ের ঘাড়ের উপর নিঃস্বাস ফেলতে পারবে। ব্যবধান হয়ে যাবে মাত্র দু’পয়েন্টের। জনি আকোস্তাদের অবশ্য হারাতে হবে মণিপুরের নেরোকা এফ সিকে। প্রথম তিনে থাকা তিনটি দল ১৪ টি করে ম্যাচ খেলে ফেললেও একটি ম্যাচ কম খেলেছে ইস্টবেঙ্গল। এটা বাড়তি সুবিধা খেইমে স্যান্টোস কোলাডোদের।

এ দিন প্রায় বরফ ঠান্ডার মধ্য়েই রিয়ালের ম্যাচ দেখতে হাজির ছিলেন প্রচুর সমর্থক। ঘরে এবং বাইরে লিগ শীর্ষে থাকা মিনার্ভাকে দু’বারই হারাল কাশ্মীর। লিগ টেবলের যা অবস্থা তাতে চেন্নাইয়ের পয়েন্ট এখন ১৪ ম্যাচে ৩০। এর পরেই রয়েছে চার্চিল ব্রাদার্স ও রিয়াল কাশ্মীর। দু’দলেরই পয়েন্ট ২৮। ইস্টবেঙ্গল ১৩ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। আলোসান্দ্রো ডার্বির আগে এবং পরে বলেছিলেন, ‘‘অপেক্ষা করুন আরও অনের কিছু দেখতে পাবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE