Advertisement
E-Paper

ইস্টবেঙ্গলের নিয়ন্ত্রণ নিতে শুরু করলেন আলেসান্দ্রো

লাল-হলুদের নতুন স্প্যানিশ কোচকে নিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা হইচই শুরু করেছে, তাতে না কি সুভাষ ভৌমিক বিরক্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৭
সমস্যা: অনুশীলন নিয়ে অন্ধকারেই সুভাষ। —ফাইল চিত্র।

সমস্যা: অনুশীলন নিয়ে অন্ধকারেই সুভাষ। —ফাইল চিত্র।

কলকাতা লিগে রিজার্ভ বেঞ্চে না বসলেও সুভাষ ভৌমিকের দলের উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করে দিলেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেনেন্দেস।
ডার্বি ড্র-এর পর মঙ্গলবার ছিল মামুলি অনুশীলন। নতুন কোনও স্ট্র্যাটেজি তৈরিরও প্রয়োজন ছিল না। তা সত্ত্বেও সেটা কেন ক্লোজড ডোর? তাও আবার রীতিমতো সংবাদ মাধ্যমে ই মেল পাঠিয়ে।
জনি আকোস্তাদের অনুশীলন করিয়ে ফিরে বিরক্ত মুখে ইস্টবেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ বলে দিলেন, ‘‘আমি জানি না কেন ক্লোজড ডোর হল। আমি তো সেটা করতে ক্লাবকে বলিনি।’’ তাঁকে প্রশ্ন করা হল, তা হলে বড় ম্যাচের দু’দিন আগে কেন অনুশীলনে কাউকে ঢুকতে দেননি। প্রশ্ন শুনে আসিয়ান জয়ী কোচ বলে দেন, ‘‘আমি ৪৫ মিনিট ধরে নানা রকম সেট পিস অনুশীলন করিয়েছি। সেটা কাউকে দেখাবো না বলেই ক্লোজড ডোর করেছিলাম।’’ ডার্বি ম্যাচে ২-০ পিছিয়ে থেকে ২-২ করেছিলেন জনি এবং রালতে। দু’টোই সেট পিসের ফসল। বোঝাই যাচ্ছিল, সুভাষ যে সফল সেই ইঙ্গিত ছিল মন্তব্যে। সুভাষ তো বটেই তাঁর সহকারী বাস্তব রায় ও রঞ্জন চৌধুরীদের কাছেও খবর ছিল না। ফুটবলাররাও এসব দেখে অবাক।
তা হলে ক্লোজড ডোরের নির্দেশ দিলেন কে? ফুটবল সচিব রজত গুহ বললেন, ‘‘আমাদের স্প্যানিশ কোচই বলেছিলেন। এ দিনের অনুশীলন নির্বিঘ্নে দেখতে চেয়েছিলেন তিনি।’’ ক্লাব সূত্রের খবর, যে ভাবে সোমবার ক্লাব তাঁবুতে সভার পর লাল-হলুদের নতুন স্প্যানিশ কোচকে নিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা হইচই শুরু করেছে, তাতে না কি তিনি বিরক্ত। সে জন্যই তিনি কর্তাদের অনুরোধ করেছিলেন কাউকে মাঠে ঢুকতে না দিতে।
এ দিন সকালেই দুই সহকারীকে নিয়ে কিংশুক দেবনাথ, জোবি জাস্টিনদের অনুশীলন দেখতে গ্যালারিতে এসে বসেন আলেসান্দ্রো। সুভাষের অনুশীলনের খুঁটিনাটি তিনি একটি ডায়েরিতে টুকে নেন। কোনও ফুটবলারের সঙ্গে কথা বলেননি ওঁরা। ঢোকেননি ক্লাব তাঁবুতেও। জিমের সামনে দাঁড়িয়ে সুভাষ ভৌমিক ও অন্য কোচিং স্টাফের সঙ্গে কথা বলে বেরিয়ে যান আই লিগে আল আমনাদের কোচ।
তাঁর নির্দেশে যে ভাবে কাউকে না জানিয়ে ক্লাব কর্তারা ক্লোজড ডোর অনুশীলন ডেকে দিয়েছেন, এতে সুভাষ বিরক্ত হলেও মেনে নিয়েছেন সব কিছু। কারণ, তাঁর ভবিষ্যৎ যে অন্ধকার। শোনা যাচ্ছে, স্পনসররা সুভাষকে না চাইলেও তাঁকে পুরো মরসুম রেখে দেওয়ার জন্য চেষ্টা করছেন ক্লাবের শীর্ষ কর্তারা। তাঁকে রেখে দিয়ে স্প্যানিশ কোচকে সাহায্য করার জন্য বলা হতে পারে। সুভাষ না কি এতে রাজি। জানা গিয়েছে, স্পনসররা এই প্রস্তাবে এখনও সম্মত হননি। ফলে তিন বারের আই লিগ জয়ী কোচের ভবিষ্যৎ আপাতত প্রশ্ন চিহ্নের মুখেই। চোখের সংক্রমণের জন্য আল আমনা ছাড়া সব ফুটবলারই অনুশীলনে ছিলেন।

Subhash Bhowmick Football East Bengal Alejandro Menendez আলেসান্দ্রো মেনেন্দেস সুভাষ ভৌমিক ইস্টবেঙ্গল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy