লাজং এফসি’র বিরুদ্ধেই অভিষেক হতে পারে লাল-হলুদের নতুন বিদেশি ক্রিস্টোফার পেইনের। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই যেন যুদ্ধ শুরু হয়ে গেল শিলিগুড়িতে!
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুশীলন করা নিয়ে লাল-হলুদ কর্তাদের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়ালেন লাজং কোচ থাংবই সিংথো। তাঁর অভিযোগ, মঙ্গলবার বিকেলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু আয়োজক ইস্টবেঙ্গলের আপত্তিতে সকালেই প্র্যাক্টিস করতে বাধ্য হয় লাজং। তাও নাকি এক ঘণ্টারও কম। কেন মাঠ দেওয়া হয়নি লাজং’কে? ইস্টবেঙ্গলের তরফে অরুণাভ ভট্টাচার্য বলেন, ‘‘নিয়ম অনুযায়ী ম্যাচের আগে এক বার অনুশীলনের সুযোগ দিতে হয় প্রত্যেক দলকে। সেখানে আমরা দু’বার সেই সুযোগ দিয়েছি। তা ছাড়া ম্যাচের জন্য দুপুর বারোটার পর থেকে মাঠে জল দেওয়ার কথা ছিল। এই কারণেই লাজং’কে বলা হয়েছিল বিকেলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ দেওয়া সম্ভব নয়। তবে ওরা অন্য কোনও মাঠে প্র্যাক্টিস করতে চাইলে তার ব্যবস্থা করা হতো।’’
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে যৌথ সংবাদিক বৈঠক বয়কট করছেন সিংথো। কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানাতে রাজি নন তিনি। লাজং কোচ বললেন, ‘‘অভিযোগ জানানো বড় নয়। ইস্টবেঙ্গলের উচিত ছিল বাইরে থেকে খেলতে আসা দলকে সহযোগিতা করা।’’