Advertisement
১৯ এপ্রিল ২০২৪
আবেদন নাকচ লাল-হলুদের

শ্রীনগরেই ইস্টবেঙ্গল ম্যাচ করাতে চাইছে ফেডারেশন

ফেডারেশন চাইছে কাশ্মীরেই ম্যাচ করতে। ইস্টবেঙ্গল এখনও প্রতিশ্রুতি দেয়নি যে, তারা যাচ্ছেই।

উদ্বেগ: কাশ্মীরে নিরাপত্তা নিয়ে চিন্তিত আলেসান্দ্রোও। ফাইল চিত্র

উদ্বেগ: কাশ্মীরে নিরাপত্তা নিয়ে চিন্তিত আলেসান্দ্রোও। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৪০
Share: Save:

শ্রীনগরে ২৮ ফেব্রুয়ারি রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে যাবে কি না, তা নিয়ে শুরু হয়েছে চাপান উতোর।

ফেডারেশন চাইছে কাশ্মীরেই ম্যাচ করতে। ইস্টবেঙ্গল এখনও প্রতিশ্রুতি দেয়নি যে, তারা যাচ্ছেই। মিনার্ভা এফসি-র মতোই ইস্টবেঙ্গলও এখন নানা রকম যুক্তি খাড়া করছে। বিদেশি কোচ আলেসান্দ্রো মেনেন্দেস যেতে রাজি নন কাশ্মীরে। দলে বিদেশি ফুটবলাররা রয়েছেন, যাঁরা শ্রীনগরে ম্যাচ খেলতে যেতে ইচ্ছুক নন। তা ছাড়া পুলওয়ামায় জঙ্গি হানার পরে কাশ্মীরে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটোসাঁটো থাকবে, তা নিয়েও প্রশ্ন তুলছে ইস্টবেঙ্গল।

ফেডারেশন আবার মঙ্গলবার চিঠি দিয়ে ইস্টবেঙ্গলকে জানিয়ে দিয়েছে, পূর্ব নির্ধারিত ২৮ ফেব্রুয়ারিই ম্যাচ হবে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে। আই লিগের সিইও সুনন্দ ধর ফোনে বললেন, ‘‘ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে তাদের ম্যাচ হবে ২৮ ফেব্রুয়ারিতেই।’’ সঙ্গে যোগ করেন, ‘‘ম্যাচ পিছোনোর সম্ভাবনা নেই। ১০ মার্চের মধ্যে লিগ শেষ করতেই হবে। তার পরেই সুপার কাপ।’’

কিন্তু ঘটনা হল, মঙ্গলবার চিঠি দেওয়ার পরেও ফেডারেশন এবং ইস্টবেঙ্গল আদালত শুক্রবার কী রায় দেয়, তার দিকে তাকিয়ে। সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে আদালত যদি রায় দেয়, ম্যাচ কয়েক দিন পিছিয়ে দেওয়া উচিত, তা হলে সেই রায় মানতে হবে ফেডারেশনকে। তখন হয়তো ২৮ ফেব্রুয়ারি ম্যাচ হবে না।

কিন্তু সেক্ষেত্রে সব চেয়ে বড় প্রশ্ন উঠে আসছে, তা হলে মিনার্ভা বনাম রিয়াল কাশ্মীর ম্যাচের কী হবে? নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেই শ্রীনগরে খেলতে যায়নি মিনার্ভা। শোনা যাচ্ছে, যদি ফেডারেশন রিপ্লে দেয়, তা হলে প্রথমে হবে মিনার্ভা ম্যাচ। তার পরে খেলবে ইস্টবেঙ্গল।

যদি আদালত মিনার্ভার রায় মেনেও নেয়, তা হলে রিয়াল কাশ্মীরও পাল্টা আইনের দ্বারস্থ হতে পারে। ঘরের মাঠে খেলার সুবিধা তারাও হাতছাড়া করতে চাইবে না। ফলে সঙ্কট বাড়বে বই কমবে না। ইস্টবেঙ্গল ক্লাবের বক্তব্য, ‘‘কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু শান্ত হলে দু’-পাঁচ দিন পরে গিয়ে খেলা যেতেই পারে। আর মিনার্ভা কী ভাবছে, সেটা আমরা জানতে চাই না।’’

এ দিন সাংবাদিক বৈঠকে ফেডারেশনকে পাঠানো ইস্টবেঙ্গল সিইও-র পাঠানো ই-মেলে লেখা রয়েছে, জবি জাস্টিনদের স্পেনীয় কোচ শ্রীনগরে খেলতে যাওয়ার প্রসঙ্গে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। গত ১৫ ফেব্রুয়ারি ক্লাবের তরফে ফেডারেশনের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছিল, কোচ নিরাপত্তার বিষয় নিয়ে চিন্তিত। রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলা দেখতে কোচ-খেলোয়াড়রা ছাড়াও কর্তা ও সমর্থকেরাও কাশ্মীর যাবেন। এই পরিস্থিতিতে ম্যাচের দিন ও স্থান পরিবর্তন করলে তা জানানো হোক। তারই জবাবে ফেডারেশন জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারিই ম্যাচ হবে। তারা কোনও অবস্থাতে সেখান থেকে ম্যাচ সরাতে চাইছে না। ইস্টবেঙ্গলের বক্তব্য, ‘‘ফেডারেশন যদি আমাদের খেলতে বাধ্য করে, তা হলে কোচ ও ফুটবলারদের বুঝিয়ে কাশ্মীর যাওয়ার জন্য রাজি করাতে হবে। দল খেতাবের লড়াইয়ে আছে বলেই মানবিক কারণে এই আবেদন। কারণ, এতে খেলোয়াড়দের মনঃসংযোগ নষ্ট হতে পারে।’’

ইতিমধ্যেই রিয়াল কাশ্মীরের অন্যতম মালিক সন্দীপ ছাট্টু ফোন করেছিলেন লাল-হলুদ কর্তাদের। দিল্লি থেকে ফোনে তাঁর দাবি, ‘‘ইস্টবেঙ্গলকে বলেছি আপনারা খেলতে আসুন। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal Football Real Kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE