Advertisement
E-Paper

হন্ডুরাসের বিশ্বকাপারে নজর ইস্টবেঙ্গলের

বিশ্বকাপে খেলা হন্ডুরাসের এক মিডফিল্ডারের দিকে হাত বাড়াল লাল-হলুদ শিবির। যিনি দাপটের সঙ্গে খেলেছেন ইপিএল-এও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ০৪:৩৭

নিঃশব্দে ঘর গোছাচ্ছে ইস্টবেঙ্গল। গত কয়েক বছর এশিয়ান কোটার বিদেশি নিয়ে ভুগতে হয়েছিল। এ বার এশিয়ান কোটার বিদেশি হিসেবে মহম্মদ আল আমনা-কে সবার আগে চূড়ান্ত করেছে ক্লাব। তার পর বিশ্বকাপে খেলা হন্ডুরাসের এক মিডফিল্ডারের দিকে হাত বাড়াল লাল-হলুদ শিবির। যিনি দাপটের সঙ্গে খেলেছেন ইপিএল-এও।

গত দুই বিশ্বকাপে হন্ডুরাসের হয়ে খেলা এই বিদেশির বায়োডাটাও বেশ ঝকঝকে। নাম উইলসন রবের্তো পালাসিওস সুয়াজো। ক্লাব ফুটবলে পল ইনস, পিটার ক্রাউচদের সতীর্থ পালাসিওস খেলেছেন টটেনহ্যাম, স্টোক সিটি, উইগান অ্যাথলেটিকেও। ক্লাব সূত্রে খবর, পালাসিওসকে পছন্দ হয়েছে কর্তাদের। তাঁকে প্রস্তাব দিয়ে তাঁর মত জানতে চেয়েছেন লাল-হলুদ কর্তারা। সব কিছু ঠিকঠাক এগোলে এই বিদেশি সই করতে পারেন ইস্টবেঙ্গলে।

এ দিকে বিদেশি বাছতে গিয়ে এ বার সতর্ক ভাবে পা ফেলছেন ইস্টবেঙ্গল কর্তারা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ফুটবলারের খেলা দেখে বা ট্রায়াল নিয়ে নির্বাচন করতে চান তাঁরা। যার জন্য ফুটবল বিভাগের ভারপ্রাপ্ত ক্লাবের তিন প্রাক্তন ফুটবলারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সেই তিন প্রাক্তনের মধ্যে মনোরঞ্জন ভট্টাচার্য যা স্বীকার করে বলছেন, ‘‘বৈঠকে কথা হয়েছে পছন্দের বিদেশি ফুটবলারের খেলা দেখে বা ট্রায়াল নিয়ে তার পর তাকে দলভুক্ত করব আমরা।’’

Wilson Palacios Honduras East Bengal Football ইস্টবেঙ্গল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy