চব্বিশ ঘণ্টা আগে যুবভারতীতে গোকুলম এফসি-কে হারিয়ে আই লিগ টেবলের শীর্ষ স্থান দখল করছে ইস্টবেঙ্গল। তা সত্ত্বেও লাল-হলুদ শিবিরে উচ্ছ্বাসের বদলে উদ্বেগ।
দুশ্চিন্তার কারণ দু’টো। এক, মণিপুরের রাজধানী ইম্ফলে নেরোকা এফসি-র বিরুদ্ধে রবিবার খেলতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উপরে। দুই, কাতসুমি ইউসার চোট।
বৃহস্পতিবার সকালের উড়ানে ইম্ফল রওনা হন মহম্মদ আল আমনা, অর্ণব মণ্ডলরা। কুয়াশার জন্য বিমান ছাড়তে আধ ঘণ্টা দেরি হয়। গোকুলম এফসি-র বিরুদ্ধে চোট পাওয়ায় কাতসুমি এ দিন যাননি দলের সঙ্গে। টিম ম্যানেজমেন্টের দাবি, আজ শুক্রবার দলে যোগ দেবেন জাপানি তারকা। তবে নেরোকার বিরুদ্ধে তিনি খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ম্যাচের দিন সকালেই কাতসুমির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।