Advertisement
০৩ মে ২০২৪

আন্তঃজেলা খোখোয় জয়ী পূর্বের মেয়েরা

প্রথম ইনিংসেই খেলার দখল নেয় পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় ইনিংসে হাওড়ার মেয়েরা লড়াই করলেও শেষমেশ হার মানতে বাধ্য হয়। ফলে ১০-৬ পয়েন্টে জয়ী হয়ে রাজ্য স্তরে খেলতে যাওয়ার যোগ্যতা অর্জন করল পূর্ব মেদিনীপুরের মেয়েরা।

রণক্ষেত্র: খেলা শুরুর আগে বাঁকুড়া ও পুরুলিয়ার দল। —নিজস্ব চিত্র।

রণক্ষেত্র: খেলা শুরুর আগে বাঁকুড়া ও পুরুলিয়ার দল। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ০৩:৪৬
Share: Save:

রাজ্য স্তরের প্রতিযোগিতায় যোগ দেওয়ার আগে আন্তঃজেলা প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে হয়। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের আয়োজনে অনূর্ধ্ব-১৭ পুরুষ ও মহিলাদের খোখো আন্তঃজেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ডেবরার বালিচক ভজহরি ইনস্টিটিশনের মাঠে।

এ দিন প্রথমে মেয়েদের খেলা হয়। মুখোমুখি হয় পূর্ব মেদিনীপুর ও হাওড়া। প্রথম ইনিংসেই খেলার দখল নেয় পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় ইনিংসে হাওড়ার মেয়েরা লড়াই করলেও শেষমেশ হার মানতে বাধ্য হয়। ফলে ১০-৬ পয়েন্টে জয়ী হয়ে রাজ্য স্তরে খেলতে যাওয়ার যোগ্যতা অর্জন করল পূর্ব মেদিনীপুরের মেয়েরা। ছেলেদের খেলায় মুখোমুখি হয় বাঁকুড়া ও পুরুলিয়া। প্রথম ইনিংসে শুরুটা ভালই করে বাঁকুড়া। খেলার রাশ ছিল তাদের হাতেই। তবে দ্বিতীয় ইনিংসে খেলায় ফেরার চেষ্টা করে পুরুলিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ১২-৫ পয়েন্টে জয়লাভ করে রাজ্য স্তরে যাওয়ার ছাড়পত্র পায় বাঁকুড়া।

খেলা দু’টি পরিচালনা করেন দিলীপ সাঁই, মহাদেব মণ্ডল, বিশ্বজিৎ জানা, বিপ্লব রায় ও রাজেশ পড়িয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kho Kho খোখো East Midnapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE