Advertisement
১৮ মে ২০২৪

চোট ও টিকিট সমস্যায় দুই প্রধান

মোহনবাগান আবার শুরুর ম্যাচেই চোট-ফিটনেস সমস্যায় জেরবার। দলের দুই এশীয় কোটার ফুটবলার ইউটা কিনওয়াসাকি এবং দিয়েগো ফেরিরাকে শনিবার প্রথম ম্যাচেই পাচ্ছেন না সঞ্জয় সেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ০৪:০৭
Share: Save:

টিকিট সমস্যায় ইস্টবেঙ্গল। চোট সমস্যায় মোহনবাগান।

আই লিগে খেলতে নামার আগে দুই প্রধানেই অস্বস্তিকর অবস্থা।

২৮ নভেম্বর যুবভারতীতে ম্যাচ করার সরকারি অনুমতি পেলেও ক্লাব সমর্থকদের হাতে কী ভাবে ম্যাচের টিকিট পৌঁছে দেবেন, বুঝে উঠতে পারছেন না লাল-হলুদ কর্তারা। গতবারের চ্যাম্পিয়ন আইজল এফ সি-র সঙ্গেই প্রথম ম্যাচ খালিদ জামিলের টিমের। টিকিটের চাহিদা তাই তুঙ্গে। বুধবার অনুমতি পেলেও দু’দিন টিকিট ছাপতে লাগবে বলে মনে করছেন কর্তারা। তার পর দরকার টিকিটের উপর সরকারি সিলমোহর। শনি-রবি ক্রীড়া দফতর বন্ধ। ফলে যা পরিস্থিতি, তাতে সোমবারের আগে সদস্য-সমর্থকদের হাতে টিকিট তুলে দেওয়া কঠিন। তাতেও অবশ্য রবিবার সিলমোহর মারার ব্যবস্থা হলে। কর্তারা সেই চেষ্টা চালাচ্ছেন।

মোহনবাগান আবার শুরুর ম্যাচেই চোট-ফিটনেস সমস্যায় জেরবার। দলের দুই এশীয় কোটার ফুটবলার ইউটা কিনওয়াসাকি এবং দিয়েগো ফেরিরাকে শনিবার প্রথম ম্যাচেই পাচ্ছেন না সঞ্জয় সেন। ইউটার চোট, দিয়েগো ম্যাচ ফিট নন। মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে খেলতে আজ বৃহস্পতিবার লুধিয়ানা যাচ্ছেন সনি নর্দেরা। এই ম্যাচে তাই চার বিদেশি নিয়েই খেলতে হবে তাদের। মোহনবাগান কোচ এ দিন সকালে অনুশীলনের পর বলেও দিলেন, ‘‘মিনার্ভা ম্যাচের পরই ডার্বি। ফলে কোনও ঝুঁকি নিতে চাই না। সে জন্যই ওদের বিশ্রাম দিয়েছি। তবে গতবার অ্যাওয়ে ম্যাচে আমরা ভাল করতে পারিনি। এ বার শুরু থেকে তাই বাইরের ম্যাচের পয়েন্টের উপর বাড়তি নজর থাকবে।’’ তিনি বলে দেন, ‘‘ক্রোমা বা ডিকা আছে বলেই মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে এটা ভাবার কোনও কারণ নেই। আই লিগ আর কলকাতা লিগও এক নয়। সেটা হলে তো ইস্টবেঙ্গল আই লিগ পেত প্রতি বার।’’

এ দিন সকালে সনি নর্দেও আবার বলে দেন, ‘‘এখনও পুরো টিম ফিট নয়। সমঝোতাও পুরোপুরি গড়ে ওঠেনি। আরও একটু সময় লাগবে। তার উপর এ বার আমার বাড়তি দায়িত্ব রয়েছে অধিনায়ক হিসাবে। মোহনবাগান জার্সি পরে সেরা খেলাটাই দিয়েছি। এ বারও দেব। মিনার্ভা গত বার সমস্যায় ফেলেছিল আমাদের। ফলে সতর্ক হয়ে খেলতে হবে লুধিয়ানায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal Mohun Bagan Football I League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE