Advertisement
E-Paper

ইডেন, আমি আসছি এক বুক স্বপ্ন নিয়ে: গম্ভীর

হঠাৎ করেই যেন তাঁর সামনে এসে হাজির হয়েছে শুরুর সেই দিনটি। যে দিন ভারতের জার্সি পরে ব্যাট হাতে নেমে পড়েছিলেন। সেটা ছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ২০০৪-এর নভেম্বর মাস সেটা। বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্ট। না শুরুটা ভাল হয়নি গৌতম গম্ভীরের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩২
ফের জাতীয় দলে গৌতম গম্ভীর

ফের জাতীয় দলে গৌতম গম্ভীর

হঠাৎ করেই যেন তাঁর সামনে এসে হাজির হয়েছে শুরুর সেই দিনটি। যে দিন ভারতের জার্সি পরে ব্যাট হাতে নেমে পড়েছিলেন। সেটা ছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ২০০৪-এর নভেম্বর মাস সেটা। বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্ট। না শুরুটা ভাল হয়নি গৌতম গম্ভীরের। সহবাগের সঙ্গে ওপেন করতে নেমে দুই ইনিংসে তাঁর রান ছিল ৩ আর ১। যদিও ভারত জিতেছিল ১৩ রানে। কিন্তু অভিষেকের দিনটির সঙ্গে আজকের দিনটির কোনও পার্থক্য কি সত্যিই আছে?

দু’বছরের দম বন্ধ করা লড়াই যে এ বার ভোরের আলো দেখল। তাই হয়তো উচ্ছ্বাসটা আর চেপে রাখতে পারেননি। গম্ভীরই জানেন কতটা মিস করেছেন ওই জার্সি, ওই ড্রেসিংরুম। তাই ফেরার লড়াই চালিয়ে গিয়েছেন। ২০১৪তে ইংল্যান্ডে শেষ টেস্ট খেলার পর থেকে ২৫টা মাস সহজ ছিল না। অনেকেই হয়তো হাল ছেড়ে দিত। কিন্তু গৌতম গম্ভীর হাল ছাড়েননি। ৩৪ বছর বয়সে এই কামব্যাকটা মনে রাখবে ভারতীয় ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটে পর পর দুরন্ত পারফর্মেন্সই তাঁর সামনে খুলে দিয়েছে জাতীয় দলের দরজা। আবার। তাই হয়তো সকাল হতেই নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন টুইটারে। লিখেছেন, ‘‘ঠিক অভিষেক ম্যাচের দিনের মতো অনুভূতি হচ্ছে। ভয় ভয় করছে। ইডেন আমি আসছি একগুচ্ছ প্রত্যাশা নিয়ে।’’

নাইট রাইডার্স অধিনায়ক ফিরছেন দেশের হয়ে তাঁর ঘরের মাঠেই। আইপিএল-এ এটাই তো তাঁর ঘর। কলকাতার ক্রিকেটপ্রেমীরা তো তাঁর জন্যই গলা ফাঁটিয়ে এসেছেন। এ বারও ইডেনের সমর্থকদের জন্য গৌতম গম্ভীরকে জাতীয় দলের হয়ে আবার খেলতে দেখাটা বাড়তি পাওনা। যদি অবশ্য তিনি প্রথম দলে সুযোগ পান। যার সম্ভাবনা খুবই কম। মুরলীর সঙ্গে ওপেনে তুলে আনা হতে পারে চেতেশ্বর পূজারাকে। কিন্তু আত্মবিশ্বাসী গম্ভীর তাঁর দ্বিতীয় টুইটে লিখেছেন, ‘‘দেশের হয়ে খেলতে আমাকে আর কেউ আটকাতে পারবে না। টেস্ট ক্রিকেট, সাদা, লাল বল আর আবার ভারতের ক্যাপ। বিসিসিআইকে ধন্যবাদ। তাদের সবাইকে ধন্যবাদ যারা আমার জন্য প্রার্থনা করেছেন।’’

এই ইডেনে গম্ভীর পাঁচটি টেস্ট খেলেছেন। মোট রান ২৫৩। গড় ৩১.৬২। মঙ্গলবারই তাঁকে বেঙ্গালুরুতে ফিটনেস টেস্ট দিতে হয়। তার পরই ফেরার খবর। বিসিসিআই সচিব অজয় শির্কে বলেন, ‘‘বিসিসিআই মেডিক্যাল টিম নিশ্চিত করেছে চোটের জন্য লোকেশ রাহুল এই সিরিজে আর খেলতে পারবেন না। তার পরই নির্বাচক কমিটি তাঁর জায়গায় গম্ভীরকে বাকি দুটো ম্যাচের জন্য ডেকে নেয়।’’

আরও খবর- দু’বছর পরে টেস্ট দলে ফিরলেন গম্ভীর

আরও খবর- দুর্গোৎসবের নতুন স্বাদ আনন্দ উৎসবে

আরও খবর- মাটির গন্ধ আর ঐতিহ্যের মিশেল সুরুলের সরকারবাড়ির পুজোয়

Gautam Gambhir India vs New zeland Test Eden Gardens
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy