Advertisement
২১ মে ২০২৪

বৃষ্টি মোকাবিলায় প্রস্তুত ইডেন, জানাল সিএবি

বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই শহরের আকাশে মেঘ-রোদ্দুরের খেলা। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে আগে থেকেই সমস্ত রকম ব্যবস্থা সেরে রেখেছে সিএবি।

রাজর্ষি গঙ্গোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ১৩:২৮
Share: Save:

বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই শহরের আকাশে মেঘ-রোদ্দুরের খেলা। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে আগে থেকেই সমস্ত রকম ব্যবস্থা সেরে রেখেছে সিএবি। সকাল থেকেই পিচ ঢেকে ফেলা হয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভিজেছে। তবে তা যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে ফেলার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সিএবি। শুকনোর কাজও শুরুও হয়ে গিয়েছে। মাঠের হালহকিকত সম্পর্কে খোঁজ রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সূত্রে আরও জানানো হয়েছে, গত বছরের মতো ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা নেই। সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

বছরের এই সময় সাধারণত ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। গত বছরের ৮ অক্টোবর ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল করতে হয় পিচ এবং আউটফিল্ড ভিজে যাওয়ার কারণে। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। ইডেনের মতো একটা স্টেডিয়ামে নিকাশি ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে সিএবির ব্যাবস্থাপনা নিয়েও। গত বছরের সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এ বার আগে ভাগেই নিজেদের প্রস্তুত রেখেছে সিএবি। যাতে এ বারও মুখ না পোড়ে তাই অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন সুপার সপার নিয়ে আসা হয়েছে মাঠ দ্রুত শুকানোর জন্য। ফলে বৃষ্টি এলেও তার মোকাবিলায় ইডেন একেবারে প্রস্তুত বলেই জানিয়েছে সিএবি।

আরও পড়ুন...

সকাল থেকে মেঘলা আকাশ, ভাসতে পারে ভারত-পাক ম্যাচ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

eden gardens kolkata rain CAB india-pak match
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE