Advertisement
০৩ মে ২০২৪

ভারতের প্রথম ডে-নাইট টেস্ট পেতে মরিয়া ইডেন

ভারতের প্রথম গোলাপি বলের ম্যাচ হতে পারে এই কলকাতাতেই। যার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিল ইডেন গার্ডেন। এই মাসেই শুরু হয়ে যাচ্ছে তার প্রস্তুতি। গত বছরই অস্ট্রেলিয়ায় প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচ শুরু হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ১৬:১৪
Share: Save:

ভারতের প্রথম গোলাপি বলের ম্যাচ হতে পারে এই কলকাতাতেই। যার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিল ইডেন গার্ডেন। এই মাসেই শুরু হয়ে যাচ্ছে তার প্রস্তুতি। গত বছরই অস্ট্রেলিয়ায় প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচ শুরু হয়। যা অনেক বেশি মানুষকে আকর্ষণ করেছিল। সেটাই ভারতে করতে চাইছে বিসিসিআই। টেস্ট ম্যাচের চাহিদা ক্রমশ কমছে। যে কারণে দিন রাতের টেস্ট ম্যাচ করার কথা ভাবছে আইসিসি। যার প্রথম পদক্ষেপটা নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। এবার ভারতের পালা। পরীক্ষামূলকভাবে সিএবি-র স্থানীয় সুপার লিগের ফাইনালে আাগামী ১৭ থেকে ২০ জুন গোলাপি বলে খেলিয়েই দেখে নিতে চাইছে সিএবি। এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে রঞ্জি দলের জন্য প্লেয়ার বেছে নিতে। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, এই পরীক্ষা সফল হলে ভবিষ্যতে ভারতে দিন রাতের টেস্ট করতে সুবিধে হবে।

অস্ট্রেলিয়ায়ও প্রথমে শেফিল্ড শিল্ডের টুর্নামেন্টে পরীক্ষামূলকভাবে খেলে তার পর দিন রাতের টেস্টের ছাড়পত্র পেয়েছিল। সেই পথেই হাঁটতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। অস্ট্রেলিয়ায় গোলাপি বলের টেস্টের উদাহরণ টেনে সৌরভ বলেন, ‘‘টেস্ট ক্রিকেটের চাহিদা ক্রমশ কমছে। সেখানে গত বছর গোলাপি বলে অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট মানুষ উপভোগ করেছে। সুপার লিগ ফাইনালটা আমাদের কাছে পরীক্ষা। যাতে ভবিষ্যতে আমরা দিন রাতের টেস্ট আয়োজন করতে পারি।’’

এই বছরের শেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে দিন রাতের টেস্ট খেলার কথা রয়েছে ভারতের। যদিও নিউজিল্যান্ডের তরফে এখনও সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। তবে পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে ভারতের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ইডেন গার্ডেনেই। সেই রাস্তা স্থানীয় ক্রিকেট খেলিয়ে এখন থেকেই করে রাখছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সাধারণত, এই টুর্নামেন্ট খেলা হয় এসজি বলে। তবে এবার সেটা হবে গোলাপি কোকাবুরায়। সেই মতোই এগোচ্ছে সিএবি।

আরও খবর

জাতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন রবি শাস্ত্রীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Eden Garden Day-Night Test Pink Ball
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE