উরুগুয়ে ১ • চিলি ০
প্যারিস সাঁ জারমাঁ তারকা এদিনসন কাভানির গোলে উরুগুয়ে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন চিলিকে। চিলি গ্রুপের দ্বিতীয় দল হিসাবে পরের পর্বে গেল। কলম্বিয়ার মুখোমুখি হওয়া এড়াতে তাদের দরকার ছিল এক পয়েন্টের। সেটা তারা করতে পারল না। কলম্বিয়াই এ বারের কোপার একমাত্র দল, যারা গ্রুপ লিগে আগাগোড়া ভাল খেলেছে ।
রিওয় চিলি প্রথম কুড়ি মিনিট ঝড়ের গতিতে আক্রমণ চালালেও গোল করতে পারেনি। তাদের আলেক্সিস স্যাঞ্চেসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মাসলেরা দু’টি নিশ্চিত গোল বাঁচান। চার্লস অ্যারাঙ্গুয়িজ অবং এদুয়ার্দো ভার্গাসের শট বাঁচান তিনি। এর পরেই খেলায় ফেরে উরুগুয়ে। গোল পেয়ে যান কাভানি। জোনাথন রদরিগেস বল তুলেছিলেন চিলির বক্সে। তাতে হেড করে গোল করেন কাভানি।