Advertisement
২৪ এপ্রিল ২০২৪
el clasico

এল ক্লাসিকো: বার্সার রিয়েল বধ

ম্যাচের ফলও বলে দিল আসলে লড়াই সমানে সমানে হয়নি। এক তরফা ম্যাচে বাজিমাত মেসির বার্সেলোনার।

১৮ মিনিটের পর থেকে ম্যাচে ফিরতে শুরু করে বার্সা। ছবি: এএফপি।

১৮ মিনিটের পর থেকে ম্যাচে ফিরতে শুরু করে বার্সা। ছবি: এএফপি।

মিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৭ ২০:৩৪
Share: Save:

রিয়েল মাদ্রিদ
বার্সেলোনা (সুয়ারেজ, মেসি, ভিদাল)

দিনটা রোনাল্ডোর ছিল না। ছিল মেসির। আর মেসির দিন মানেই তা ফুটবলের উচ্চ মার্গে পৌঁছে যাওয়ার দিন।

ঠিক যেমনটা হল শনিবাসরীয় বিকেলে। এল ক্লাসিকো এমন ভর বিকেলে বেশ বেমানান। রাত জেগে রিয়েল-বার্সার থেকে মেসি-রোনাল্ডোর লড়াই দেখার সেই চেনা ছবিটা উধাও। বরং এমন সময় পরিবর্তনে হতাশ ভারতের ফুটবলপ্রেমী মানুষ। কিন্তু, এই ভারতের বাজার ধরতেই নাকি সময়ের পরিবর্তন।

সে যাই হোক, ম্যাচের ফলও বলে দিল আসলে লড়াই সমানে সমানে হয়নি। এক তরফা ম্যাচে বাজিমাত মেসির বার্সেলোনার।

আরও খবর
‘আবার কবে ভারতের অধিনায়কত্ব করব জানি না’

রিয়েল মাদ্রিদের ভাঁড়ার সেখানে শূন্য। ০-৩ গোলে হার। বার্সেলোনার পাল্টা দিতে পারল না সিআর সেভেন ব্রিগেডের কেউই। কিন্তু, ৩ মিনিটেই গোল পেয়ে গিয়েছিলেন রোনাল্ডো। ক্রসের বল হেড করে রোনাল্ডোর পায়ে জমা দিয়েছিলেন কাসিমেরো। সেখান থেকে গোলও করে ফেলেছিলেন ব্যালন ডি’ওর জয়ী স্ট্রাইকার। কিন্তু অফ সাইডের পতাকা তত ক্ষণে উঠে গিয়েছে। ১০ মিনিটে রোনাল্ডো যে গোলের সুযোগ নষ্ট করলেন, তাতে বেশ কয়েক রাত ঘুমোতে পারবেন না তিনি। বাঁ দিক থেকে গোলের বল সাজিয়ে দিয়েছিলেন ক্রুস। কিন্তু সেই বল গোলে পাঠাতে ব্যর্থ রোনাল্ডো। শেষ মুহূর্তে ইনিয়েস্তার স্লাইড করে বল বাইরে পাঠান। পুরো ম্যাচের সব থেকে বড় মিস। রোনাল্ডোর জীবনেরও।

দিনটা ছিল মেসির। জয়ের পর রয়টার্সের তোলা ছবি।

১৮ মিনিটের পর থেকে ম্যাচে ফিরতে শুরু করে বার্সা। তার পরের পুরোটাই লেখা হয়ে থাকল বার্সেলোনার নামেই। ৩০ মিনিটে নাভাসের দুরন্ত সেভ বার্সেলোনার গোলের মুখ খোলার মুখে বাধা হয়ে দাঁড়ায়। ৩১ মিনিটে রোনাল্ডোর গোলমুখী শট বাঁচিয়ে দেন স্টেগেন। সুযোগ পাল্টা সুযোগে প্রথমার্ধ জমে গেলেও সব গোলই আসে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধের শেষে বেঞ্জিমার শট পোস্টে লেগে বাইরেও যায়।

আরও খবর
চোট, দু’সপ্তাহের জন্য মাঠের বাইরে ম্যাথুস

৫৪ মিনিটে প্রথম গোলের মুখ খোলে লুই সুয়ারেজ। রাকিটিচের বাড়ানোর বল বক্সের ঠিক মাথায় ছোট্ট টোকায় পাঠিয়ে দিয়েছিলেন রবার্তো। সেখান থেকেই বল নিয়ে সুয়ারেজের দৌড় শেষ হয়েছিল রিয়েল গোলে। ৬৩ মিনিটে কারভাজালের লাল কার্ডেই শেষ হয়ে যায় রিয়েল মাদ্রিদের সব প্রচেষ্টা। পেনাল্টি পায় বার্সা। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি লিও মেসি। জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর রিয়েলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ভিদাল।

দিনটা রোনাল্ডোর ছিল না। হারের পর। ছবি: এএফপি।

এখান থেকে আর ফেরার সুযোগ ছিল না রিয়েলের। হয়ওনি। লা লিগা জয়ের পথে বড় ধাক্কা খেল রিয়েল। এগিয়ে গেল বার্সা। ৩১ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে চার নম্বরে রয়েছে রিয়েল। শীর্ষে বার্সেলোনার পয়েন্ট ৪৫।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE