সিনসিনাটি মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডে বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কার সঙ্গে খেলতে নেমে বিতর্কে জড়ালেন এমা রাদুকানু। ব্রিটেনের মহিলাদের মধ্যে এক নম্বর রাদুকানু খেলার মধ্যেই বিরক্ত হন দর্শকাসন থেকে ভেসে আসা আওয়াজে। এর পরে তিনি আম্পায়ারকে বারবার অভিযোগ করতে থাকেন এই নিয়ে।
সমস্যা হল এই আওয়াজের উৎস এক শিশু। কোনও কারণে তার কান্না থামছিল না। এক সময় বিরক্ত হয়ে চেয়ার আম্পায়ার নাকি বলে ওঠেন, ‘‘আপনি কি চান আমি এই শিশুটিকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিই?’’ এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শেষ পর্যন্ত গত বারের চ্যাম্পিয়নের সঙ্গে প্রায় তিন ঘণ্টা লড়াই করেও জিততে পারেননি ২২ বছর বয়সি ব্রিটিশ তারকা। সাবালেঙ্কার কাছে তাঁকে হার মানতে হয়। ফল ৭-৬ (৭-৩), ৪-৬, ৭-৬, (৭-৫) ফলে। তবে ম্যাচের পরেও বিতর্ক থামছে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)