Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২২ জানুয়ারি ২০২২ ই-পেপার

আবেগ প্রভাব ফেলছে বিরাট ব্যাটে, বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন
০১ এপ্রিল ২০১৭ ০৩:৪৪
অধিনায়ক: কোহালিকে নিয়ে মত প্রকাশ সৌরভের। —ফাইল চিত্র।

অধিনায়ক: কোহালিকে নিয়ে মত প্রকাশ সৌরভের। —ফাইল চিত্র।

আবেগ থাবা বসাচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহালির ব্যাটিংয়ে। আইসিসি-র ওয়েবসাইটে বিরাটের সাম্প্রতিক ফর্ম নিয়ে নিজের কলামে এমন মন্তব্যই করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিরাটের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে সৌরভের অভিমত, ‘‘অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে মরিয়া ছিল কোহালি। আর এই আবেগটাই ওর ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে। আশা করি, এখান থেকে শিক্ষা নিয়ে দ্রুত শান্ত হবে কোহালি। ওর ব্যাটও ফিরবে রানের মধ্যে।’’

সদ্য শেষে হয়েছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। যা ভারত ২-১ জিতলেও গোটা সিরিজ সরগরম ছিল একের পর এক বিতর্কে। যার কেন্দ্রবিন্দুতে ছিলেন দু’জন—ভারত অধিনায়ক বিরাট কোহালি এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। সিরিজ শুরুর আগে ছন্দে ছিল বিরাটের ব্যাট। টানা চার সিরিজে পর পর ডাবল সেঞ্চুরি করে শিরোনামে ছিলেন ভারত অধিনায়ক-ই।

Advertisement

আরও পড়ুন: কোহালি চিয়ারলিডার

সেই বিরাটই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ইনিংসে রান করেছেন মাত্র ৪৬ (০, ১৩, ১২, ১৫ ,৬)। বিরাট প্রসঙ্গে সৌরভের বিশ্লেষণ, ‘‘দু’টো বিরাটকে চিনি আমি। একজন ব্যাটসম্যান আর এক জন অধিনায়ক।’’ সৌরভ আরও বলেন, ‘‘ব্যাটসম্যান বিরাট বিশ্বের অন্যতম সেরা। ওর রানের খিদে এবং ফিটনেস দুর্দান্ত। আর অধিনায়ক বিরাট জেতার জন্য আগ্রাসী, আবেগপ্রবণ এবং যথার্থ নেতা। রোজ ও জেতা ছাড়া আর কিছু চায় না। কিন্তু সেটা সব সময় সম্ভব হয় না।’’

বিরাটের পাশাপাশি সৌরভ ওই প্রতিবেদনে মন্তব্য করেছেন ‘‘বিরাট কোহালি এবং রবিচন্দ্রন অশ্বিনদের পাশে রাহুল, জাডেজা এবং উমেশদের পারফরম্যান্স দারুণ লাগল। তবে নজর কাড়ল চেতেশ্বর পূজারা।’’

সৌরভ আরও বলেন, ‘‘ধর্মশালায় অস্ট্রেলিয়ার জন্য অনুকূল পরিবেশেও জয় পেয়েছে ভারত। শেষ ১৩ টেস্টে ভারতের পারফরম্যান্স দেখে বলতেই হচ্ছে বিরাটের দল দেশে এবং দেশের বাইরেও জেতার ক্ষমতা রাখে।’’

আরও পড়ুন

Advertisement