Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ নভেম্বর ২০২১ ই-পেপার

খুচরো জয়ের জন্য কোহলীদের বিরুদ্ধে সবুজ উইকেটে না খেলাই ভাল, রুটদের পরামর্শ ভনের

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১৩ জুন ২০২১ ১৯:৫৩
মাইকেল ভন।

মাইকেল ভন।
ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হেরে গিয়ে সিরিজ খুইয়েছে ইংল্যান্ড। যদিও তাদের হার স্পষ্ট হয়ে গিয়েছিল তৃতীয় দিনের শেষেই। তারপরেই ইংল্যান্ডের কৌশল নিয়ে প্রশ্ন তুললেন মাইকেল ভন। তাঁর মতে, একজন স্পিনার না খেলিয়ে ভুল করেছে জো রুটের দল।

এক সাক্ষাৎকারে ভন বলেছেন, “লর্ডসে বৃষ্টি হয়েছে বলে ওরা ভাগ্যবান ছিল। কিন্তু দু’সপ্তাহের মধ্যে একই ভুল দ্বিতীয় বার মেনে নেওয়া যায় না। ঘূর্ণি উইকেট ছিল। এজবাস্টনের আবহাওয়া গরম ছিল। তাই জো রুটের উচিত ছিল জ্যাক লিচকে দলে রাখা। তাহলে পেসাররাও কিছুটা বিশ্রাম পেত।”

ভনের মতে, ইংল্যান্ডের উচিত ভাল পিচে টেস্ট জেতা। বলেছেন, “দু-একটা খুচরো জয়ের জন্য ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড গ্রিন টপে খেলুক, এটা আমি চাই না। সামনে অ্যাশেজ রয়েছে। কঠিন লড়াই। ওদের দরকার এবার ভাল পিচে খেলা। উইকেট খুবই ভাল ছিল গত দুটি টেস্টে। যে দল ভাল খেলেছে তারাই জিতেছে।”

Advertisement

আরও পড়ুন

Advertisement