শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত দ্বিশতরান করেছেন। তারপরেই জো রুট জানিয়ে দিলেন, বিরাট কোহালি নয়, বরং তিনি ব্যাটিং শিখছেন কেন উইলিয়ামসনকে দেখে। রুটের মতে, নিউজিল্যান্ডের অধিনায়ক ‘অবিশ্বাস্য’ খেলেন।
আধুনিক ক্রিকেটের ‘চারমূর্তি’ বলা হয় রুট, উইলিয়ামসন, কোহালি এবং স্টিভ স্মিথকে। অতীতে উইলিয়ামসন এবং স্মিথ দু’জনেই বলেছেন যে কোহালির খেলা তাঁদের ভাল লাগে এবং অনেক কিছু শেখেন। তবে রুটের কাছে সম্ভবত কোহালি প্রিয় নন অতটা। তাই তাঁর মুখে উইলিয়ামসনের নাম। অ্যাশেজের প্রতিদ্বন্দ্বিতা থাকায় স্মিথেরও নাম নেননি।
এর আগে ১৪টি ইনিংস খেলেও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি রুট। দ্বিশতরান করেই বলেছেন, “সমসাময়িক ক্রিকেটারদের থেকে সব সময় শেখার চেষ্টা করি, কারণ এটা গুরুত্বপূর্ণ। যে ভাবে উইলিয়ামসন ব্যাটিং করে তা অবিশ্বাস্য। পাশাপাশি আমার দলে জাক কালিস, পল কলিংউড, গ্রাহাম থর্পের মতো কোচেরা রয়েছে। তাঁরাও খুব সাহায্য করেন।”