বিদেশের মাটিতে ভারতের জার্সি গায়ে তিনি যে কতটা ধারাবাহিক কলম্বো টেস্টে আরও এক বার তার প্রমাণ দিলেন অজিঙ্ক রাহানে। দ্বিতীয় টেস্টের প্রথম দিনই শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারন শতরান করেন মিস্টার ডিপেন্ডেবল। দলের প্রয়োজনে গত এক বছরে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও অল্পের জন্য শতরান হাত ছাড়া করেছেন বার বার। টেস্টে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ বার শতরান এসেছিল রাহানের ব্যাট থেকে। প্রায় এক বছর পর ভারতের জার্সি গায়ে রাহেনের সেঞ্চুরি দেখে উচ্ছসিত টিম মেট থেকে পরিবার পরিজন প্রত্যেকেই। বৃহস্পতিবার সেই উচ্ছ্বাস দেখা গেল কলম্বোর গ্যালারিতেও। রাহানে সেঞ্চুরি করা মাত্রই চরম উৎসাহে লাফিয়ে ওঠেন তাঁর স্ত্রী রাধিকা ধোপাভকর। উঠে দাঁড়িয়ে রাহানেকে কুর্নিস করেন দলের সতীর্থরাও।
আরও পড়ুন: অশ্বিনও আউট, ৬ উইকেট হারিয়ে ৫০০-এর পথে ভারত
আরও পড়ুন: দুই নীরব যোদ্ধার দাপটে শাসক ভারত
এই নিয়ে একটি ভিডিও নিজেদের অফিসিয়াল টুইটার হ্যাডেলে পোস্ট করে বিসিসিআই।
দেখে নিন সেই ভিডিও!
Finally! She said, after @ajinkyarahane88 gets to a well-made 9th Test century #TeamIndia #SLvIND pic.twitter.com/l1HlAM95x2
— BCCI (@BCCI) August 3, 2017
দেখে নিন সেই ভিডিও