Advertisement
E-Paper

মুগ্ধ সচিনরা, অভিনন্দন ওয়াঘার ও পার থেকেও

বিরাট-মুকুটে এ আর এক পালক ঠিকই। কিন্তু আধুনিক ক্রিকেটে গতির সঙ্গে তাল মিলিয়ে তিনিই যে ব্যাটিংয়ে সেরা হয়ে উঠেছেন, তা-ই প্রমাণ করে দিলেন বিরাট। বুধবার বিশাখাপত্তনমে দশ হাজারের মাইলফলক পেরিয়ে যাওয়ার পরে ক্রিকেটবিশ্ব ধন্য ধন্য করছে তাঁকে নিয়ে।

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ০৪:০৮
প্রসন্ন: দুরন্ত সেঞ্চুরিতে ভারতকে ফের টানলেন কোহালি। এএফপি

প্রসন্ন: দুরন্ত সেঞ্চুরিতে ভারতকে ফের টানলেন কোহালি। এএফপি

ওয়ান ডে ক্রিকেটের এমন এক পর্বতশৃঙ্গ ছুঁলেন তিনি, যা সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিংদের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানরাও আগে ছুঁয়েছেন। কিন্তু বিরাট কোহালি তাঁদের সবাইকে পিছনে ফেলে দিলেন গতিতে। দশ হাজার রান পূর্ণ করতে তিনি নিলেন ২০৫ ইনিংস, যার ধারে কাছে নেই ব্যাটিংয়ের অন্যান্য কিংবদন্তিরা।

বিরাট-মুকুটে এ আর এক পালক ঠিকই। কিন্তু আধুনিক ক্রিকেটে গতির সঙ্গে তাল মিলিয়ে তিনিই যে ব্যাটিংয়ে সেরা হয়ে উঠেছেন, তা-ই প্রমাণ করে দিলেন বিরাট। বুধবার বিশাখাপত্তনমে দশ হাজারের মাইলফলক পেরিয়ে যাওয়ার পরে ক্রিকেটবিশ্ব ধন্য ধন্য করছে তাঁকে নিয়ে। এমনকি সোশ্যাল মিডিয়া মারফৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিনন্দন বার্তাও ভেসে এসেছে ভারত অধিনায়কের জন্য। বিরাটকে অভিনন্দন জানিয়ে পিসিবি-র টুইটারে লেখা হয়েছে ‘মনুমেন্টাল এফর্ট’। শুধু পাকিস্তানের ক্রিকেট বোর্ডই নয়। ভারতীয় দলের অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ হাফিজও। তিনি টুইট করেছেন, ‘‘ওয়ান ডে-তে দশ হাজার রানের মাইলফলক ছোঁয়ার জন্য বিরাটকে অভিনন্দন। অসাধারণ খেলোয়াড় ও ভাল মানুষ। দক্ষতা, আন্তরিকতা ও প্রত্যয় দিয়ে ক্রিকেটভক্তদের আনন্দ দিয়ে চলেছ। এমন আশীর্বাদধন্য হয়েই থেকো।’’

দশ হাজার রানের মাইলফলক পেরোতে গতিতে যাঁকে পিছনে ফেলে দিলেন, সেই ১৮ হাজারেরও বেশি রানের মালিক সচিন তেন্ডুলকর বিরাটকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘যে তীব্রতা ও ধারাবাহিকতা নিয়ে তুমি ব্যাট করো, তা অসাধারণ। অভিনন্দন তোমাকে। রানের এই ধারা বজায় রেখো।’’ ভারতীয় দলের ব্যাটসম্যান সুরেশ রায়না তাঁর টুইটারে লিখেছেন, ‘‘সেঞ্চুরি পে সেঞ্চুরি বারবার, রান হুয়ে পুরে দশ হাজার’’ (সেঞ্চুরি বারবার, রান হল পুরো দশ হাজার)। ভারতীয় দলে তাঁর সতীর্থ ঋষভ পন্থও উজ্জীবিত অধিনায়কের এই কীর্তিতে। তিনি টুইট করেন, ‘‘আমার সৌভাগ্য যে ওঁর সঙ্গে একই দলে একই সময়ে খেলছি। অভিনন্দন বিরাট ভাই। আমাদের মতো তরুণদের প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার ব্যাটে আরও অনেক রান চাই।’’

এই সব ব্যাপারে বীরেন্দ্র সহবাগ বরাবরই অন্যরকম। বিরাটের এই সাফল্যেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা, ‘‘সফটওয়্যার সব সময়ই আপডেট হতে থাকে। বিরাট কোহালি নতুন করে বুঝিয়ে দিল, ধারাবাহিকতা কাকে বলে। ১১ ইনিংস আগেই ৯ হাজার পূর্ণ করার পরে আজ দশ হাজারতম রান করল সে। ৩৭টা সেঞ্চুরি করে ফেলল। অসাধারণ ঘটনাটা উপভোগ করো।’’ সহবাগের দেওয়া তথ্যের সঙ্গে আরও একটা যোগ করা যেতে পারে। এ দিন তিনি ভারত অধিনায়ক হিসেবে ৮ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করলেন। এবং এটাও দ্রততম গতিতে, ১৩৭ ইনিংসে। এর আগে এই নজির ছিল পন্টিংয়ের, যিনি অধিনায়ক হিসেবে ১৮৭ ইনিংসে আট হাজার রান করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে।

বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল দুবাইয়ের এক সংবাদপত্রে এ দিনই বলেন, ‘‘আমার মাঝে মাঝে মনে হয়, বিরাট সাধারণ মানুষ নয়। প্রত্যেকবারই ও ব্যাট হাতে মাঠে নামলে মনে হয় সেঞ্চুরি করেই মাঠ ছাড়বে। যে ভাবে নিজেকে তৈরি করে বিরাট, যে ভাবে নিজের খেলায় উন্নতির চেষ্টা করে, আমার মনে হয় তিন ধরনের ক্রিকেটেই ও বিশ্বের সেরা ব্যাটসম্যান।’’

Cricket ODI India West Indies Virat Kohli Milestone Sachin Tendulkar Vrendra Sehwag
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy