Advertisement
১৯ মে ২০২৪

সুন্দর ফুটবল বাদে সবই ঘটল ছোটদের ডার্বিতে

ছোটদের ডার্বিতেও বড়দের আগুন! অনূর্ধ্ব ১৮ আই লিগে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। প্রাপ্তি বলতে শুধু ঝামেলা আর ঘোড়সওয়ার পুলিশের দৌড়ঝাঁপ।

পরিস্থিতি সামাল দিতে মাঠে ঘোড়সওয়ার পুলিশ। ছবি: শঙ্কর নাগ দাস।

পরিস্থিতি সামাল দিতে মাঠে ঘোড়সওয়ার পুলিশ। ছবি: শঙ্কর নাগ দাস।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:১৯
Share: Save:

ছোটদের ডার্বিতেও বড়দের আগুন!

অনূর্ধ্ব ১৮ আই লিগে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। প্রাপ্তি বলতে শুধু ঝামেলা আর ঘোড়সওয়ার পুলিশের দৌড়ঝাঁপ।

বৃহস্পতিবার দুপুরে মোহনবাগান মাঠ তখন দু’ভাগে বিভক্ত। কোথাও সবুজ-মেরুন জার্সি পরে ‘মোহনবাগান মোহনবাগান’ চিৎকার। কোথাও লাল-হলুদ স্কার্ফ নিয়ে ‘গো ইস্টবেঙ্গল।’ শীতের দুপুরে ভিড় জমিয়ে গ্যালারিতে হাজির শ’পাঁচেক সমর্থক। ঝামেলা এড়াতে দু’দলকে মাঠের দু’পাশের গ্যালারিতে রাখা হয়। কিন্তু তাতেও কী আর আটকানো যায়! প্রতি মিনিটেই একে অপরকে নিশানা করে ধেয়ে আসছে কটাক্ষ। অকথ্য গালিগালাজ, জয়ের হুঙ্কার মিলেমিশে একাকার। অসহায় রেফারিও প্রতিটা সিদ্ধান্ত দিয়েই একবার করে তাকাচ্ছেন গ্যালারির দিকে। কারণ, দু’দলের সমর্থকই সমানতালে রেফারিং নিয়ে অভিযোগ তুলে যাচ্ছেন।

ছোটদের ডার্বিতে প্রথম গোলটা করে লাল-হলুদ। ২২ মিনিটে দুর্দান্ত ফিনিশ করেন লালচানহিমা। কিন্তু কিছুক্ষণ পরেই নাটকের সূত্রপাত। ফ্রি-কিক থেকে গোল করে ইস্টবেঙ্গলের ব্যবধান বাড়ান মেহতাব সিংহ। লাল-হলুদ তখন সেলিব্রেট করছে। রেফারিকে গিয়ে ঘিরে ধরেন বাগান প্লেয়াররা। লাইন্সম্যানের সঙ্গে আলোচনার পর হঠাৎ করেই মেহতাবের গোল নাকচ করে দেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয় রেফারি বাঁশি বাজানোর আগেই নাকি ইস্টবেঙ্গল ফ্রি-কিক নিয়েছে। তাই আবার নেওয়া হবে ফ্রি-কিক।

গোল নাকচ হওয়ায় এ বার ইস্টবেঙ্গলের পালা রেফারিকে ঘিরে ধরার। লাল-হলুদ প্লেয়াররা প্রশ্ন তোলেন, প্রথমে গোল দিয়েও কেন নাকচ করলেন রেফারি? প্লেয়াররা তেড়েও যান রেফারির দিকে। হঠাৎই মাঠে ঢুকে পড়ে তিন ঘোড়সওয়ার পুলিশ। প্লেয়ারদের তাঁরা সতর্ক করেন রেফারির থেকে দূরে যেতে।

বিরতির পরেও গ্যালারিতে উত্তেজনার রেশ থামে না। ফাউল হওয়ার পরে আবার দু’দলের প্লেয়ারদের মধ্যে ঝামেলার শুরু। কোনও ঝুঁকি না নিয়ে ফের মাঠে ঘোড়সওয়ার পুলিশের প্রবেশ। তিনের বদলে পাঁচজন। যার পরে মাইকে বলতে হয়, ‘‘রেফারি ঠিক সামলে নেবেন। পুলিশকে বলা হচ্ছে মাঠ ছাড়তে।’’ এই অবস্থায় ইস্টবেঙ্গলের হাত থেকে নিশ্চিত জয় ছিনিয়ে নেন বাগান ডিফেন্ডার দীপক টাংড়ি। শেষলগ্নে যাঁর গোল মোহনবাগানকে এক পয়েন্ট নিতে সাহায্য তো করেই, সম্মানের ম্যাচকে ড্র রাখে।

ডার্বি দেখতে উপস্থিত ছিলেন বাগান কোচ সঞ্জয় সেন। যিনি বলছেন, ‘‘খেলাটা ভাল লাগল না। অনূর্ধ্ব ১৮ দলের থেকে অনূর্ধ্ব ১৬ দলের খেলা বেশি ভাল লেগেছিল। এ ম্যাচ থেকে প্রাপ্তি শুধু ঝামেলা,’’ বলছিলেন তিনি। রাতে ইস্টবেঙ্গলের এক কর্তা জানালেন, নাকচ গোলের জন্য ফেডারেশনের কাছে তারা অভিযোগ করেছে। ইস্টবেঙ্গলের রঞ্জন চৌধুরী আবার বলছেন, ‘‘রেফারি এত সময় নিয়েও গোল নাকচ করলেন। পরিষ্কার গোল ছিল। কিছু বলার নেই!’’

বাগানের প্র্যাকটিস: সামনের মাসেই শুরু হবে আই লিগ। তার জন্য মোহনবাগানের প্রস্তুতি শুরু হওয়ার কথা ১৫ ডিসেম্বর। এ দিন ছোটদের ডার্বি দেখতে এসে এ কথা জানিয়ে গেলেন বাগানের সিনিয়র টিমের কোচ সঞ্জয় সেন।

হারল চেন্নাই: গত বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি-র বছরটা ভাল গেল না। শেষ চারে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে যেতে হয়েছিল। বৃহস্পতিবার গ্রুপ লিগেও নিজেদের শেষ ম্যাচে গোয়ার কাছে পাঁচ গোল হজম করল তারা।

এ দিন মারগাওতে লড়াই করেও জিকোর এফসি গোয়ার কাছে ৪-৫ গোলে হেরে যায় চেন্নাই। দুই দলেরই শেষ চারে যাওয়ার কোনও সম্ভাবনা না থাকায়, এ দিনের ম্যাচ ছিল নিয়মরক্ষার। জেরির গোলে শুরুটা চেন্নাই করে। দু’মিনিটের মধ্যে গোলশোধ করেন রাফায়েল লুইজ। এর পর আর্নোলিনের আত্মঘাতী গোলে গোয়া বেকায়দায় পড়লেও জোফ্রে সমতা ফেরান। বিরতির আগেই ডুডু চেন্নাইকে ৩-২ এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে গোয়ার সাহিল তাভোরা সমতা ফেরানোর পর রাফায়েল লুইজ গোয়াকে ৪-৩ এগিয়ে দেন। কিন্তু চেন্নাই পেনাল্টি পেলে জন রিস ৪-৪ করতে ভুল করেননি। ইনজুরি টাইমে সাহিলের গোলে মান রক্ষা হয় গোয়ার। যদিও জিতলেও গোয়া লাস্টবয়-ই থেকে গেল।।

প্রফুল্লর নতুন দায়িত্ব: এশিয়ান ফুটবল কনফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হলেন এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল। এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে এএফসি-র ভাইস প্রেসিডেন্টের পদে ছিলেন প্রফুল্ল। এ ছাড়াও ভিয়েতনাম ও মালয়েশিয়ার সঙ্গে এ দিন এএফসি-র ডেভেলপিং অ্যাওয়ার্ড পেল ভারত। বৃহস্পতিবার আবুধাবিতে ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Derby Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE