Advertisement
০৫ মে ২০২৪
India Coach

ভারতীয় দলের বোলিং কোচ জাহিরকে শুভেচ্ছা তাঁর সতীর্থদের

শুধু তিনি নন জাহিরকে শুভেচ্ছা জানাতে ভোলেননি সুরেশ রায়নাও। তিনি জাহিরের সঙ্গে সঙ্গে বাকি কোচদেরও শুভেচ্ছা জানিয়েছেন।

জাহির খান। -ফাইল চত্র।

জাহির খান। -ফাইল চত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ১৯:৩৮
Share: Save:

ভারতীয় দলের বোলিং কোচ জাহির খান। এই তালিকায় ছিলেন ভেঙ্কটেশ প্রসাদও। কিন্তু তাঁকে ছাপিয়ে রবি শাস্ত্রীর সঙ্গে জুড়ে গিয়েছেন জাহির। সঙ্গে রাহুল দ্রাবিড়ও। তাঁকে এই নতুন ভূমিকায় দেখে উচ্ছ্বসিত তাঁর সতীর্থরা। সোশ্যাল মিডিয়ায় জাহিরের জন্য শুভেচ্ছার বন্যা বইছে। সেই তালিকায় রয়েছেন তাঁরই সতীর্থ হরভজন সিংহ সবার শীর্ষে। তিনি টুইটে লেখেন, ‘‘আমার ভাইয়ের জন্য আমি খুব খুশি। নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা।’’

আরও পড়ুন: ‘কোচ’ নাটকে যবনিকা, রবির উদয় যে পথে

শুধু তিনি নন জাহিরকে শুভেচ্ছা জানাতে ভোলেননি সুরেশ রায়নাও। তিনি জাহিরের সঙ্গে সঙ্গে বাকি কোচদেরও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘‘অনেক শুভেচ্ছা জাহির, রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবির।’’ সুরেশ রায়নার পথ ধরে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও টুইটে লেখেন, ‘‘দারুণ সিদ্ধান্ত।’’

মঙ্গলবার শাস্ত্রীকে কোচ ঘোষণা করেছে বিসিসিআই। আগে ২০১৪ থেকে২০১৬ পর্যন্ত ভারতীয় দলের টিম ডিরেক্টর ছিলেন তিনি। তার পর এক বছরের জন্য কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নেন অনিল কুম্বলে। কিন্তু বছর ঘুরতেই তাঁকে সরিয়ে আবার নিজের জায়গা ফিরে পেলেন শাস্ত্রী।

! (_)

(_)

&

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE