Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Aakash Chopra

হারিকেন হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনীরা

শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও ভেল্কি দেখান এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে দুই প্রোটিয়া ওপেনারকেই প্যাভিলিয়নে ফেরান হার্দিক।

হার্দিক পাণ্ড্য। ছবি: এএফপি।

হার্দিক পাণ্ড্য। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ১১:২৪
Share: Save:

কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২৮৬ রানে রুখে দেওয়ার সুবিধা নিতে ব্যর্থ হয় ভারতীয় টপ অর্ডার। তবে বিরাট কোহালি-চেতেশ্বর পূজারারা ব্যর্থ হলেও, ৯৩ রানের ঝকঝকে ইনিংস খেলে ভারতকে লড়াইয়ে রাখেন তরুণ অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।

শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও ভেল্কি দেখান এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে দুই প্রোটিয়া ওপেনারকেই প্যাভিলিয়নে ফেরান হার্দিক।

হার্দিকের এই অনবদ্য পারফরম্যান্সের পর সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনীরা।

আরও পড়ুন: ম্যাক্সওয়েলকে নিয়ে স্মিথের বিতর্কিত মন্তব্য, বিস্মিত স্টিভ

আরও পড়ুন: কপিলের জন্মদিনে হারিকেন হার্দিক

হার্দিকের প্রশংসা করে আকাশ চোপড়া বলেন “এটা হার্দিকের দিন ছিল। একা হাতে ভারতে লড়াইয়ে রেখেছে হার্দিক।” ’ ’

হার্দিকের প্রশংসা করে আকাশ চোপড়া বলেন “এটা হার্দিকের দিন ছিল। একা হাতে ভারতে লড়াইয়ে রেখেছে হার্দিক।”

সঞ্চয় মাঞ্জরেকর বলেন “দুরন্ত ইনিংস হার্দিকের। বাঁধা গতের বাইরে গিয়ে বিভিন্ন শট খেলেছে ও।” ’ & !👏👏👏

বিদেশের মাটিতে খেলা হার্দিকের এই ইনিংসে প্রশংসা করে মহম্মদ কইফ বলেন “স্টেনমর্কেলরাবাদার মতো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে এক জন প্লেয়ার বিদেশের মাটিতে যখন রান করে তখন তাঁর যোগ্যতা বোঝা যায়। অন্যরা যখন এই বোলিং অ্যাটাকের সামনে নাজেহাল তখন হার্দিক দেখিয়ে দিয়েছে এই বোলিংকে কী ভাবে সামলাতে হয়।”' & ’ (_)

বিদেশের মাটিতে খেলা হার্দিকের এই ইনিংসে প্রশংসা করে মহম্মদ কইফ বলেন “স্টেনমর্কেলরাবাদার মতো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে এক জন প্লেয়ার বিদেশের মাটিতে যখন রান করে তখন তাঁর যোগ্যতা বোঝা যায়। অন্যরা যখন এই বোলিং অ্যাটাকের সামনে নাজেহাল তখন হার্দিক দেখিয়ে দিয়েছে এই বোলিংকে কী ভাবে সামলাতে হয়।”' & ’ (_)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE