চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও এক বার মুখোমুখি হতে চলেছে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এমনিতেই রাজনৈতিক চাপানউতরের কারণে দুই প্রতিবেশি রাষ্ট্রের মধ্যে ক্রিকেট খেলার চল নেই বললেই চলে। যেটুকু খেলা হয় তাও সেই আইসিসি-এর টুর্নামেন্টেই। আর তারই সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগামীকাল ওভালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনায় ফুটছে গোটা লন্ডন। চলতি টুর্নামেন্টেই অবশ্য পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় ব্রিগেড, তবে সেটা গ্রুপ স্টেজে। ফাইনাল ভিন্ন ম্যাচ, গ্রুপ স্টেজের ম্যাচের সঙ্গে ফাইনাল মেলান ঠিক নয়।
রবিবারে ফাইনালের প্রসঙ্গে পাকিস্তানের কোচ মিকি আর্থার বলেন, “আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলব। ব্যাটিংয়ের থেকেও বোলিং লাইনআপ আমাদের শক্তিশালী। গোটা টুর্নামেন্টে আমাদের বোলাররা ভাল বল করেছে। কালকের ম্যাচেও সেটা ধরে রাখতে চাই।”
অন্য দিকে, পাকিস্তানকে সম্মান জানিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহালি বলেন, “পাকিস্তান বড় দল। ওদের দক্ষতা এবং ক্ষমতার প্রসঙ্গে সকলেই জানে। নিজেদের দিনে যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে পাকিস্তান। তবে আমরা আগের ম্যাচগুলোর মতই খেলব। দলের প্রত্যেকে আশাবাদী ফাইনালে ভাল পারফরম্যান্সের বিষয়।”
আরও পড়ুন: ফাইনালের আগে দেখে নেওয়া যাক আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তানের পরিসংখ্যান
অন্য দিকে, পাক সমর্থকদের জন্য সুখবর ভারতের বিরুদ্ধে ফাইনালে চোট কাটিয়ে দলে ঢুকছেন মহম্মদ আমির। তবে, আমির এলে টিম থেকে বাদ পরতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত খেলা রুমান রাইসকে। এ ছাড়া পাকিস্তানের দলে পরিবর্তনের কোনও সম্ভবনা নেই।
পাকিস্তানের দলে পরিবর্তন এলেও একই দল খেলবে ভারতের। শ্রীলঙ্কার বিরুদ্ধে হার ছাড়া গোটা টুর্নামেন্টে চোখ ধাঁধাঁন পারফরম্যান্স দিয়ে এসেছে ‘মেন ইন ব্লু’। নিজেদের সেট টিমকেই ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নামাতে চলেছে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। তবে শনিবার প্রক্টিসে ডান পায়ের হাঁটুতে চোট পান ভারতীয় দলের অন্যতম চালিকাশক্তি রবিচন্দ্রন অশ্বিন। টিম সূত্রের খবর অশ্বিনের চোট গুরুতর নয়। ফাইনালে মাঠে নামতে পারবেন তিনি।