Advertisement
E-Paper

জিতিয়ে হুঙ্কার নয়া আফ্রিদির

পাকিস্তানের নতুন এই তারকার নাম ফাহিম আশরাফ। বছর তেইশের এই ছেলেটি পেস বল করার পাশে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরিও আছে। কিন্তু কতটা বিস্ফোরক তিনি হতে পারেন, তা শনিবার এজবাস্টনে বোঝা গেল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ০৪:০৮
নায়ক: ৩০ বলে ৬৪ করে জেতালেন ফাহিম। ছবি: টুইটার

নায়ক: ৩০ বলে ৬৪ করে জেতালেন ফাহিম। ছবি: টুইটার

পাকিস্তান কি নতুন শাহিদ আফ্রিদিকে পেয়ে গেল?

শনিবার বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচের পরে এই প্রশ্নটাই এখন পাক ক্রিকেট মহল এবং সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ঘোরাঘুরি করছে।

পাকিস্তানের নতুন এই তারকার নাম ফাহিম আশরাফ। বছর তেইশের এই ছেলেটি পেস বল করার পাশে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরিও আছে। কিন্তু কতটা বিস্ফোরক তিনি হতে পারেন, তা শনিবার এজবাস্টনে বোঝা গেল। ন’নম্বরে নেমে ৩০ বলে অপরাজিত ৬৪ করলেন। মারলেন চারটে চার, চারটে ছয়। এবং পাকিস্তানকে প্রায় অবিশ্বাস্য একটা জয় এনে দিলেন। প্রস্তুতি ম্যাচ হলেও ফাহিমের এই ইনিংস কিন্তু নজর কেড়েছে। পাক ক্রিকেটভক্তদের টুইটে তাঁর নতুন নামকরণ হয়েছে— বাঁ-হাতি আফ্রিদি।

এই নতুন বাঁ-হাতি তারকার দাপটে ঢাকা পড়ে গেলেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরি। প্রথমে ব্যাট করে তামিমের (৯৩ বলে ১০২) দুর্দান্ত ইনিংসের সৌজন্যে বাংলাদেশে তোলে ৩৪১-৯। ওই সময় মনে হচ্ছিল, এই বিশাল রান তুলতে পারবে না পাকিস্তান। একটা সময় ৪১ ওভারের মধ্যে সাত উইকেট পড়ে যায় পাকিস্তানের। এর পর ৪৩ ওভারে সেই স্কোর দাঁড়ায় ২৪৯-৮। ওখান থেকেই ম্যাচ ধরে নেন ফাহিম।

সাংবাদিক বৈঠকে এসে পাকিস্তানের এই ক্রিকেটার বলে যান, ‘‘অধিনায়ক আমার প্রতি আস্থা রেখেছিল। সেই আস্থার মর্যাদা দিতে পেরে ভাল লাগছে।’’ শুধু তাই নয়। নিজের অাগ্রাসী ব্যাটিংয়ের মতোই ভারত ম্যাচ নিয়ে আক্রমণাত্মক এই অলরাউন্ডার। ফাহিম বলছেন, ‘‘জানি না, ভারতের বিরুদ্ধে সুযোগ পাব কি না। কিন্তু যদি পাই ওদের বিরুদ্ধেও ঠিক এই খেলাটাই খেলতে চাই।’’ বিধ্বংসী ফর্মে থাকা ফাহিমকে ভারতের বিরুদ্ধে না খেলিয়ে উপায় নেই পাকিস্তানের। সেই অভিষেকের দিকে তাকিয়ে এই অলরাউন্ডার।

ফাহিম আশরাফ

• বয়স: ২৩ বছর ১৩১ দিন

• ব্যাটিং স্টাইল: বাঁ-হাতি লোয়ার মিডল অর্ডার

• বোলিং স্টাইল: ডান-হাতি ফাস্ট মিডিয়াম

• সেরা ইনিংস: ১১৬ (প্রথম শ্রেণির ক্রিকেটে)

• সেরা বোলিং: ৬-৬৫ (প্রথম শ্রেণির ক্রিকেটে)

Fahim Ashraf Pakistan vs Bangladesh ICC Champions Trophy Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy