Advertisement
০২ মে ২০২৪
Sanjay Manjrekar

ইংলিশ ক্রিকেটারদের ট্রোল করে টুইটারে এক ঘরে মঞ্জরেকর

অ্যাশেজের তৃতীয় টেস্টে চতুর্থ দিন মিচেল স্টার্কের দুর্দান্ত বলে আউট হন ইংল্যান্ডের জেমস ভিনস। এর পরই স্টার্কের এই বলটিকে নিয়ে আলোড়ন শুরু হয় ক্রিকেট মহলে।

সঞ্জয় মঞ্জরেকর। ছবি: সংগৃহীত

সঞ্জয় মঞ্জরেকর। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১৪:৪৮
Share: Save:

অ্যাশেজের তৃতীয় টেস্টে চতুর্থ দিন মিচেল স্টার্কের দুর্দান্ত বলে আউট হন ইংল্যান্ডের জেমস ভিনস। এর পরই স্টার্কের এই বলটিকে নিয়ে আলোড়ন শুরু হয় ক্রিকেট মহলে। শতাব্দীর সেরা বল আখ্যা দেওয়া হয় স্টার্কের বলটিকে।

আর এর পরই ইংল্যান্ড ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে টুইট করে ক্রিকেট সমর্থকদের রোষে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

মঙ্গলবার টুইট করে সঞ্জয় লেখেন, “যত দিন ইংলিশ ব্যাটসম্যানরা থাকবেন, তত দিন শতাব্দীর সেরা বল আমরা দেখতে পাব।”

আর সঞ্জয়ের এই টুইটেরই বিরোধিতা করে একের পর এক টুইট করতে থাকেন ক্রিকেট লভাররা।

এক ভারতীয় সমর্থক লেখেন, “যখন ভারতীয় সমর্থকরা সচিনকে ভগবান বলেন, তখন কি অস্ট্রেলিয়ান ক্রিকেটার বা ধারাভাষ্যকাররা টুইট করে বলেন যে যত দিন ভারতীয় সমর্থকরা থাকবেন তত দিন আমরা মানুষ ভগবান পাব।”

আর এক জন সঞ্জয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, “আমি আপনাকে সম্মান করি, কিন্তু ক্রিকেটার হয়ে অনয ক্রিকেটারকে ছোট করা
ঠিক নয়। ইংরেজ ক্রিকেটাররা চ্যাম্পিয়ন।”

আরও পড়ুন: শতাব্দীর সেরা বল করলেন স্টার্ক!

আরও পড়ুন: কী ভাবে স্টিভের স্লেজিং সামলেছিলেন দ্রাবিড়?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sanjay Manjrekar England Mitchell Starc Twitter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE