Advertisement
E-Paper

বার্সার সমস্যা মাঝমাঠ, কাঁটা গ্রিজম্যানও

২৬ রাউন্ডের পরে লা লিগা শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৬। সেখানে সমসংখ্যক ম্যাচের পরে অ্যাটলেটিকো দে মাদ্রিদ-এর পয়েন্ট ৬১। রবিবার যদি বার্সেলোনা হেরে যায়, দু’দলের পয়েন্টের ব্যবধান দাঁড়াবে মাত্র দুই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৮ ০৩:৪২

জমে গিয়েছে লা লিগা। চলতি টুর্নামেন্টে এক সময় মনে হচ্ছিল ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে বার্সেলোনা। লা লিগা এ বার লিওনেল মেসিদের। কিন্তু অপরাজিত থাকলেও নতুন বছরে পর পর কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান অনেকটাই কমেছে পিছনে থাকা দলগুলোর।

লা লিগায় রবিবার বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো দে মাদ্রিদ ম্যাচের আগে যা মানছেন অ্যাটলেটিকো ম্যানেজার দিয়েগো সিমিওনে। বলছেন, ‘‘এক সময় লিগ খেতাব মনে হচ্ছিল স্বপ্ন। কিন্তু এখন তা ধরা ছোঁয়ার মধ্যে রয়েছে।’’

২৬ রাউন্ডের পরে লা লিগা শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৬। সেখানে সমসংখ্যক ম্যাচের পরে অ্যাটলেটিকো দে মাদ্রিদ-এর পয়েন্ট ৬১। রবিবার যদি বার্সেলোনা হেরে যায়, দু’দলের পয়েন্টের ব্যবধান দাঁড়াবে মাত্র দুই। আর যদি লিও মেসির দল ঘরের মাঠে জিতে যায়, তা হলে আট পয়েন্টে এগিয়ে যাবে বার্সেলোনা। বিশেষজ্ঞদের অনুমান, রবিবারের ম্যাচই ঠিক করে দেবে লা লিগার দাবিদার এ বার কারা। যদিও বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে তা মানতে নারাজ। তিনি বলছেন, ‘‘এটা মোটেও লা লিগার ফাইনাল নয়। যে জিতবে সে দল হয়তো গুরুত্বপূর্ণ সময়ে তিন পয়েন্ট তুলে নেবে। কিন্তু লা লিগার চ্যাম্পিয়ন ঠিক হবে না রবিবার।’’

অ্যাটলেটিকো দে মাদ্রিদ ম্যানেজার সিমিওনেও বলছেন, ‘‘এখনও বারো ম্যাচ বাকি। বার্সেলোনাকে হারালেই লা লিগা আসবে না। যারা এই ম্যাচ জিতবে, তাদের কিছুটা সুবিধা হবে, এই পর্যন্তই।’’

জমজমাট এই ম্যাচে তারকা-দ্বৈরথও একটা বড় আকর্ষণ। লিওনেল মেসি বনাম আঁতোয়া গ্রিজম্যান। দিয়েগো কোস্তা বনাম লুইস সুয়ারেস। সমান আকর্ষণীয়, লা লিগায় এই দুই দলের মুখোমুখি হওয়ার পরিসংখ্যানও। অ্যাটলেটিকো দে মাদ্রিদের বিরুদ্ধে শেষ পনেরো সাক্ষাতে হারেনি বার্সেলোনা। একই সঙ্গে অ্যাটলেটিকো ম্যানেজার দিয়েগো সিমিওনেরও এখনও জয় আসেনি বার্সেলোনার বিরুদ্ধে। লা লিগায় গোল করার জন্য সেভিয়ার (২৯ গোল) পরেই লিও মেসির দ্বিতীয় পছন্দ অ্যাটলেটিকো দে মাদ্রিদ (২৭ গোল)।

আগের খেলায় লাস পালমাস-এর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে ক্যানারি দ্বীপে যেতে হয়েছিল মেসি-দের। সেই ম্যাচ ড্র করে শুক্রবার ভোর চারটের সময় বার্সেলোনা ফিরেই বেলা সাড়ে বারোটার সময় দলবল নিয়ে অনুশীলনে নেমে পড়েন বার্সা ম্যানেজার। চোটের জন্য এই ম্যাচে বার্সা রক্ষণে নেই নেলসন সেমেদো। তবে ম্যাচ সাসপেনশন কাটিয়ে ফিরছেন বার্সেলোনার লেফ্ট ব্যাক জর্ডি আলবা। একই সঙ্গে সতর্ক থাকতে বলা হয়েছে, লুইস সুয়ারেস-কেও। কারণ আর একটা হলুদ কার্ড দেখলেই পরের ম্যাচে বসতে হবে তাঁকে। ফলে আক্রমণে মেসি-সুয়ারেস-এর সঙ্গে বার্সা রক্ষণে সের্জি রবের্তো, স্যামুয়েল উমতিতি, জেরার পিকে ও জর্ডি আলবা থাকছেন। লা লিগার এই মহাযুদ্ধের আগে ভালভার্দের চিন্তা বেড়েছে তাঁর মাঝমাঠ সাজানো নিয়ে। সেখানে বুস্কেৎস, রাকিতিচ, ডেম্বেলে, ইনিয়েস্তা ও ফিলিপে কুটিনহো-র মধ্যে কাকে খেলাবেন তা নিয়ে ধন্দে বার্সা ম্যানেজার।

কোনও কোনও মহলের অনুমান, চলতি মরসুমে বেশির ভাগ ম্যাচ ৪-৪-২ ছকে খেললেও অ্যাটলেটিকো দে মাদ্রিদের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বজায় রাখতে পুরনো ৪-৩-৩ ছকে ফিরতে পারেন বার্সা ম্যানেজার। বার্সা ম্যানেজার জানেন, বিপক্ষের দুই জোড়া ফলা গ্রিজম্যান-কোস্তার যুগলবন্দি। তাই বিপক্ষ সম্পর্কে ভালভার্দের মূল্যায়ন, ‘‘আতলেতিকো মাদ্রিদের রক্ষণ বেশ পোক্ত। একই সঙ্গে আক্রমণেও বেশ ভয়ঙ্কর ওরা। বিশেষ করে গ্রিজম্যান।’’

অন্য দিকে, আগের ম্যাচে ঘরের মাঠে লেগানেস-কে ৪-০ হারিয়ে বেশ চনমনে মেজাজে দিয়েগো সিমিওনে-র অ্যাটলেটিকো মাদ্রিদ। আর সেই চার গোলের প্রত্যেকটিই এসেছে তাঁর দলের ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যানের পা থেকে। আক্রমণে গ্রিজম্যান এবং দিয়েগো কোস্তার জুটি অন্যতম বড় শক্তি অ্যাটলেটিকো দে মাদ্রিদের। জানুয়ারি মাসে দলের সঙ্গে যোগ দিয়ে ইতিমধ্যেই ৯ গোল করে ফেলেছেন দিয়েগো কোস্তা। চলতি সপ্তাহে ইউরোপের বেশ কয়েকটি দেশে তুষারপাতের পরে আবহাওয়া নিয়ে সমস্যা রয়েছে। তাই এই মহারণের প্রস্তুতি সিমিওনে সেরেছেন কৃত্রিম ঘাসের মাঠে। চোটের জন্য এই ম্যাচে অ্যাটলেটিকো দে মাদ্রিদ ম্যানেজার পাচ্ছেন না তাঁর রক্ষণের দুই ফুটবলার লুকাস হার্নান্দেজ এবং স্তেফান সাভিচ-কে।

ম্যাচের আগে, অ্যাটলেটিকো লেফ্ট ব্যাক ফিলিপে লুইস বলছেন, ‘‘ম্যাচটা জিততেই নামব আমরা। অন্য কোনও পরিকল্পনা নেই।’’ জয়ের সেই পরিকল্পনার মাঝে অ্যাটলেটিকো দে মাদ্রিদ ম্যানেজার দিয়েগো সিমিওনের ভয় সেই মেসিকেই। বলছেন, ‘‘মেসির বিরুদ্ধে খেলতে নামলে কোনও স্ট্র্যাটেজি কাজ করে না।’’

Antoine Griezmann Football Atletico Madrid Barcelona midfield
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy