Advertisement
E-Paper

আবার ডার্বিতে হার ইস্টবেঙ্গলের, ফেড কাপ ফাইনালে মোহনবাগান

আবার মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। এ বার ফেডারেশন কাপ সেমিফাইনাল। যে ফাইনালে উঠবে তাঁকে খেলতে হবে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনালে। আই লিগে কোনও দলেরই শিকে ছেড়েনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ১৯:৪০

মোহনবাগান ২ (ড্যারেল ডাফি, বলবন্ত সিংহ)

ইস্টবেঙ্গল ০

• খেলা শেষ। এই মরসুমে এই নিয়ে পর পর দু’বার ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান।

• ৯০+২ মিনিট, সৌভিক চক্রবর্তীর জায়গা মাঠে এলেন বিক্রমজিৎ সিংহ।

• ৯০+১ মিনিট, ইস্টবেঙ্গলের কর্নার।

• চার মিনিট অতিরিক্ত সময়।

• ৮৮ মিনিট, বলবন্তের জায়গায় মাঠে এলেন জেজে।

• ৮৭ মিনিট, নারায়ন দাসের প্রবীর দাসকে ফাউল। ফ্রিকিক।

• ৮৪ মিনিট, বলবন্তের গোলে ২-০ করল মোহনবাগান।

• গোওওওওওওল....

• ৭৯ মিনিট, প্লাজার নিশ্চিত হেড বাঁচিয়ে দিলেন দেবজিৎ।

• ৭৮ মনিট, এখনও দেখা যায়নি রবিনকে।

• ৭৬মিনিট, মেহতাবের ফ্রিকিক বাইরে।

• ৭৩ মিনিট, মাঠের চিকিৎসার পর গোলের নিচে ফেরেন দেবজিৎ।

• ৭০ মিনিট, উইলিস প্লাজা ও দেবজিতের মধ্যে সংঘর্ষ।আহত দেবজিৎ মাঠে লুটিয়ে পড়েন।

• ৬৯ মিনিট, মেহতাবের ফ্রিকিক বাইরে।

• ৬৬ মিনিট, বলবন্তের হ্যান্ডবল। ইস্টবেঙ্গলকে ফ্রি কিক।

• ৬৮ মিনিট, রফিকের জায়গায় মাঠে এলেন রবিন সিংহ।

• ৬৫ মিনিট, রফিকের চোট। পরিবর্তন চাইলেন মেহতাব, শুভাশিস।

• ৬২ মিনিট, নিশ্চিত গোলের সুযোগ নষ্ট মহম্মদ রফিকের। একা গোলকিপারকে ছোট বক্সের মধ্যে পেয়েও বাইরে মারলেন তিনি।

• ৫৬ মিনিট, উইলিস প্লাজার গোল মুখি শট বাঁচিয়ে দিলেন দেবজিৎ।

• ৪৭ মিনিট, মোহনবাগান বক্সে ওয়েডসনের হামলা। কিন্তু বাইরে গেল বল।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• প্রথমার্ধের শেষে মোহনবাগান ১, ইস্টবেঙ্গল ০।

• ৪১ মিনিট, শেহনাজের লম্বা ফ্রিকিক সহজেই আটকালেন শুভাশিস।

• ৩৯ মিনিট, হলুদ কার্ড দেখলেন গুরবিন্দর সিংহ।

• ৩৭ মিনিট, বলবন্তের অভিযোগ বক্সের বাইরে গিয়ে বল ধরেছেন শুভাশিস।

• ডাফির গোলে এগিয়ে গেল মোহনবাগান।

• ৩৫ মিনিট, গোওওওওওওওওওল.....

•২৬ মিনিট, সনি নর্ডির ফ্রি কিক ডানদিকে ঝাপিয়ে বাঁচালেন শুভাশিস রায় চৌধুরী।

• ম্যাচের উপর দখল রেখেছে ইস্টবেঙ্গল।

• ১৬ মিনিট, বর্জেসের ২৮ গজ দুর থেকে্ বাঁচালেন দেবজিৎ।

• ১৩ মিনিট, বক্সের মধ্যে পড়ে গেলেন প্লাজা। কিন্তু নো পেনাল্টি।

• ১১ মিনিট, জাইরু-রফিক যুগলবন্দীতে গোলের মুখ প্রায় খুলে ফেলেছিল ইস্টবেঙ্গল। বাঁচাল দেবজিতের গ্লাভস।

• ৮ মিনিট, সিটার মিস প্লাজার।

• ম্যাচ শুরু।

আবার মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। এ বার ফেডারেশন কাপ সেমিফাইনাল। যে ফাইনালে উঠবে তাঁকে খেলতে হবে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনালে। আই লিগে কোনও দলেরই শিকে ছেড়েনি। চ্যাম্পিয়নশিপের সামনে গিয়েও ফিরে আসতে হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy