Advertisement
E-Paper

বড়দিনের আগের রাতে কলকাতায় অভব্য আচরণের অভিযোগে ধৃত ৭৭! মত্ত হয়ে গাড়ি চালিয়েও বিপাকে অনেকে

বুধবার রাতে কলকাতার পার্ক স্ট্রিট চত্বর দৃশ্যত ছেয়ে ছিল পুলিশে। শু‌ধু পার্ক স্ট্রিট চত্বরেই নয়, শহরের অন্য প্রান্তগুলিতেও বাড়তি নজরদারি ছিল পুলিশের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ২০:৩৬
বড়দিনের আগের রাতে কলকাতার পার্ক স্ট্রিটে আলোকসজ্জা।

বড়দিনের আগের রাতে কলকাতার পার্ক স্ট্রিটে আলোকসজ্জা। ছবি: পিটিআই।

বড়দিনের আগের রাতে কলকাতায় অভব্য আচরণের অভিযোগে ৭৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ট্রাফিকবিধি ভাঙার অভিযোগও অনেকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। হেলমেট ছাড়া বাইক চালানো বা মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। তবে বড়দিনের আগে রাতে কলকাতায় কোনও মদ বাজেয়াপ্ত হয়নি।

ট্রাফিকবিধি ভাঙার অভিযোগ বড়দিনের আগের রাতে ৩৮২টি পদক্ষেপ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পদক্ষেপ করা হয়েছে হেলমেট ছাড়া বাইক চালানোর ঘটনায়। এই ধরনের ৮৭টি ক্ষেত্রে পদক্ষেপ করা হয়েছে। এর পরেই রয়েছে বেপরোয়া গাড়ি চালানো এবং মত্ত হয়ে গাড়ি চালানোর অভিযোগ। বেপরোয়া গাড়ি চালানোর ৭৭টি ঘটনায় এবং মত্ত হয়ে গাড়ি চালানোর ৭৩টি ঘটনায় পদক্ষেপ করেছে পুলিশ। এ ছাড়া বাইকে তিন জন মিলে ঘোরার জন্য ৩৪টি ক্ষেত্রে জরিমানা করা হয়েছে।

সাধারণত উৎসবের মরসুমগুলিতে কলকাতার রাস্তায় বাড়তি নজরদারি থাকে পুলিশের। বুধবার রাতেও কলকাতার বিভিন্ন প্রান্তে তেমনই নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। পার্ক স্ট্রিট চত্বর ছেয়ে ছিল পুলিশে। উৎসবের মরসুমের কথা মাথায় রেখে শহরের অন্য এলাকাগুলিতেও বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। দুর্গাপুজো, কালীপুজোর সময়ে বা নববর্ষের আগের রাতেও এমন নজরদারি থাকে পুলিশের। গ্রেফতারি, ট্রাফিকবিধি ভঙ্গের অভিযোগে জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে মদ বাজেয়াপ্তও করা হয়। তবে বুধবার রাতে কলকাতার কোথাও মদ বাজেয়াপ্ত করা হয়নি বলেই জানাচ্ছে পুলিশ।

বুধবার রাতে কলকাতা তো বটেই, আশপাশের শহর, মফস্সল, এমনকি ভিন্‌রাজ্য থেকেও অনেকে এসেছিলেন পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতে। বুধবার সন্ধ্যা থেকেই একটু একটু করে ভিড় বাড়তে শুরু করেছিল পার্ক স্ট্রিট চত্বরে। সময় যত এগিয়েছে, তত বেড়েছে ভিড়। কেউ এসেছিলেন পরিবারের সঙ্গে, কেউ এসেছিলেন বন্ধুদের সঙ্গে। কেউ বা ভিন্‌রাজ্য থেকে আসা বন্ধুদের নিয়ে এসেছিলেন পার্ক স্ট্রিটের আলো দেখতে।

Christmas Eve Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy