Advertisement
২৭ এপ্রিল ২০২৪

উইম্বলডন কোয়ার্টার ফাইনালে রজার, মারে

তৃতীয় সেটে দিমিত্রভ দুরন্ত কয়েকটি রিটার্নে ফেডেরারের সার্ভিস ভেঙে দেওয়া ছাড়া আর বলার মতো কোনও প্রতিরোধ তিনি গড়তে পারেননি।

দাপট: উইম্বলডনে ছুটছে ফেডেরার রথ আর মারের রথ।। শেষ ষোলোর ম্যাচ জিতে। ছবি: রয়টার্স

দাপট: উইম্বলডনে ছুটছে ফেডেরার রথ আর মারের রথ।। শেষ ষোলোর ম্যাচ জিতে। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০৫:১৪
Share: Save:

দু’ঘণ্টাও লাগল না রজার ফেডেরারের কেরিয়ারের পনোরো নম্বর উইম্বলডন কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করতে।

সোমবার বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে এক ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইকে অনেকে বলেছিলেন ‘ফেডেরার বনাম বেবি ফেডেরারের চ্যালেঞ্জ’। কেন না সার্কিটে ফেডেরারের মতোই অনেকটা খেলার স্টাইল দিমিত্রভের। এই প্রজন্মের টেনিস তারকাদের মধ্যে তাঁকেই দেখা যায় ‘ওয়ান হ্যান্ডেড ব্যাকহ্যান্ড’ মারতে। ফেডেরারের মতো। তাতেও শেষ রক্ষা হল না। ফেডেরার জেতেন ৬-৪, ৬-২, ৬-৪।

তৃতীয় সেটে দিমিত্রভ দুরন্ত কয়েকটি রিটার্নে ফেডেরারের সার্ভিস ভেঙে দেওয়া ছাড়া আর বলার মতো কোনও প্রতিরোধ তিনি গড়তে পারেননি। অপ্রতিরোধ্যভাবে কোয়ার্টার ফাইনালে উঠে ফেডেরার বলেন, ‘‘গত বছর আমার হাঁটুতে চোটের সমস্যা কাটানোর মতো এ বার সে রকম কিছু নেই। তাই কোয়ার্টার ফাইনালে উঠে দারুণ লাগছে। এর পরের রাউন্ডে লড়াইটা কঠিন হবে। তবে আমি বুধবারের চ্যালেঞ্জের জন্য তৈরি।’’ শেষ আটে ফেডেরারের প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই কানাডিয়ান তারকা মিলোস রাওনিচ।

আরও পড়ুন: সার্ভিসের ঝড় উঠে রাফার স্বপ্নভঙ্গ

ফেডেরারের মতো স্ট্রেট সেটে জয়ের দাপটে শেষ আটে উঠেছেন অ্যান্ডি মারেও। ব্রিটিশ এক নম্বর ও গত বারের চ্যাম্পিয়ন মারে চতুর্থ রাউন্ডে ৭-৬ (১), ৬-৪, ৬-৪ হারালেন ফ্রান্সের বেনোয় পেয়ারকে। কয়েক দিন আগেই মারের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। কোমরে চোটের সমস্যায় কুইন্স ক্লাবে প্রস্তুতি টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিলেন মারে। তবে যত টুর্নামেন্ট এগিয়েছে তত ফিটনেসের সমস্যা কাটিয়ে উঠতে দেখা গিয়েছে বিশ্বের এক নম্বরকে। ফিটনেসের সঙ্গে আরও ছন্দে দেখাচ্ছে মারেকে। এ বার এই ফর্ম কোয়ার্টার ফাইনালে দেখানোর চ্যালেঞ্জ তাঁর।

দশ নম্বর উইম্বলডন কোয়ার্টার ফাইনালে ওঠার পরে মারে বলেন, ‘‘মনে হয় আজ ভালই খেলেছি। কয়েকটা সার্ভিস গেমে পিছিয়ে গিয়েছিলাম। তবে টুর্নামেন্টে এই ম্যাচটাতেই আমি খুব ভাল করে বল হিট করতে পারছিলাম মনে হল। বেনোয় সহজ প্রতিপক্ষ নয়। এমন কোনও শট নেই যা ও মারতে পারে না।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘দু’সপ্তাহ আগেও আমি কোর্টের বাইরে বিশ্রাম নিচ্ছিলাম। কিছুটা চিন্তায়ও ছিলাম ফিটনেস নিয়ে। তবে তবে সেই অবস্থাটা সামলে নিয়েছি। টুর্নামেন্টে এগিয়ে যাচ্ছি। আশা করছি এ ভাবে এগোতে থাকব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE