দু’ঘণ্টাও লাগল না রজার ফেডেরারের কেরিয়ারের পনোরো নম্বর উইম্বলডন কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করতে।
সোমবার বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে এক ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইকে অনেকে বলেছিলেন ‘ফেডেরার বনাম বেবি ফেডেরারের চ্যালেঞ্জ’। কেন না সার্কিটে ফেডেরারের মতোই অনেকটা খেলার স্টাইল দিমিত্রভের। এই প্রজন্মের টেনিস তারকাদের মধ্যে তাঁকেই দেখা যায় ‘ওয়ান হ্যান্ডেড ব্যাকহ্যান্ড’ মারতে। ফেডেরারের মতো। তাতেও শেষ রক্ষা হল না। ফেডেরার জেতেন ৬-৪, ৬-২, ৬-৪।
তৃতীয় সেটে দিমিত্রভ দুরন্ত কয়েকটি রিটার্নে ফেডেরারের সার্ভিস ভেঙে দেওয়া ছাড়া আর বলার মতো কোনও প্রতিরোধ তিনি গড়তে পারেননি। অপ্রতিরোধ্যভাবে কোয়ার্টার ফাইনালে উঠে ফেডেরার বলেন, ‘‘গত বছর আমার হাঁটুতে চোটের সমস্যা কাটানোর মতো এ বার সে রকম কিছু নেই। তাই কোয়ার্টার ফাইনালে উঠে দারুণ লাগছে। এর পরের রাউন্ডে লড়াইটা কঠিন হবে। তবে আমি বুধবারের চ্যালেঞ্জের জন্য তৈরি।’’ শেষ আটে ফেডেরারের প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই কানাডিয়ান তারকা মিলোস রাওনিচ।