Advertisement
০৩ মে ২০২৪

কোর্টে মেজাজ হারালেন রজার

বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে টমাস বের্ডিচকে স্ট্রেট সেটে ফেডেরারের হারিয়ে শেষ চারে যাওয়ার পরে এই প্রশ্নটাই ঘুরপার খাচ্ছে মেলবোর্ন পার্কে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ০৪:১০
Share: Save:

মেলবোর্নের গরমে কি বরফ-শীতল মস্তিষ্কের রজার ফেডেরারও মেজাজ হারাচ্ছেন?

বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে টমাস বের্ডিচকে স্ট্রেট সেটে ফেডেরারের হারিয়ে শেষ চারে যাওয়ার পরে এই প্রশ্নটাই ঘুরপার খাচ্ছে মেলবোর্ন পার্কে।

ঘটনাটা কি?

কোয়ার্টার ফাইনালের প্রথম সেটের ঘটনা। ফেডেরার গোড়ার দিকে কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন বের্ডিচ এগিয়ে যাওয়ায়। এমন সময় বের্ডিচের শরীরের দিকে লক্ষ্য করে ধেয়ে আসা সার্ভিস ফেডেরার কোনওরকমে রিটার্ন করেন। বলটা কোর্টের বাইরে গিয়েছে বলে কল করেন লাইন জাজ। ফেডেরার চ্যালেঞ্জ করেন। কিন্তু প্রযুক্তিগত সমস্যায় রিপ্লে দেখানো যায়নি। ফলে লাইন জাজের কলই বজায় থাকে। উল্টে ফেডেরারের চ্যালেঞ্জ নষ্ট হয়। তখনই মেজাজ হারান ফেডেরার। তাঁকে আম্পায়ারের সঙ্গে মিনিট খানেক কথা বলতে দেখা যায়। মাইকে শোনা যাচ্ছিল ফেডেরার বলছেন, ‘‘আমার চ্যালেঞ্জ এ ভাবে চুরি করতে পারেন না। এই সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট? আপনিই ঠিক করবেন সেটা।’’ ম্যাচের পরে অবশ্য ফেডেরার বলেন, ‘‘একটু রেগে গিয়েছিলাম। আম্পায়ারের উপর হতাশাও দেখিয়ে ফেলেছি বোধহয়। আসলে ওই সেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওটাই ছিল ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।’’

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ফেডেরার

তাতে অবশ্য মেলবোর্ন পার্কে গত ৪১ বছরে বয়স্কতম সেমিফাইনালিস্ট হওয়ার রেকর্ড গড়া আটকায়নি সুইস মহাতারকার। তাঁর সামনে সেমিফাইনালে কোরিয়ার চুং হেয়ান। প্রথম দক্ষিণ কোরীয় খেলোয়াড় হিসেবে যিনি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠে রেকর্ড করলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Roger Federer Tennis Australian Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE