Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sports News

কলকাতায় বিশ্ব কাপ ট্রফি ঘিরে উন্মাদনা

কলকাতায় তিন দিন থাকবে এই ট্রফি। এ দিন ট্রফি রাখা হয়েছিল খুদিরাম অনুশীলন কেন্দ্রে। সেখানেই দেশের প্রাক্তন ফুটবলারদের সামনে উন্মোচিত হয় ট্রফি। শনিবার এই ট্রফি নিয়ে যাওয়া হবে দক্ষিণ কলকাতার এক স্কুলে। এর পর সাধারণ মানুষের জন্য একদিন এই ট্রফি রাখা হবে ইকো পার্কে।

অনূর্ধ্ব-১৭ বিশ্ব কাপ ট্রফি।—ফাইল চিত্র।

অনূর্ধ্ব-১৭ বিশ্ব কাপ ট্রফি।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭ ২১:১৮
Share: Save:

শহরে চলে এল বিশ্বকাপ ট্রফি। আর একমাস বাদেই এই কাপের লক্ষ্যে শুরু হয়ে যাবে লড়াই। আর এই কলকাতার বুকেই এই ট্রফি উঠবে কোনও এক দেশের হাতে। সেই ট্রফিকে ঘিরে শুক্রবার দেখা গেল ভারতীয় ফুটবলের অনেক বড় নামকে। যেখানে ছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়, শ্যাম থাপা, সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, বিদেশ বোস, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তি মল্লিকের মত বড় নাম। ট্রফি উন্মোচন করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন

মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার ওয়েন রুনি

২০১৮ রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল জাপান

কলকাতায় তিন দিন থাকবে এই ট্রফি। এ দিন ট্রফি রাখা হয়েছিল খুদিরাম অনুশীলন কেন্দ্রে। সেখানেই দেশের প্রাক্তন ফুটবলারদের সামনে উন্মোচিত হয় ট্রফি। শনিবার এই ট্রফি নিয়ে যাওয়া হবে দক্ষিণ কলকাতার এক স্কুলে। এর পর সাধারণ মানুষের জন্য একদিন এই ট্রফি রাখা হবে ইকো পার্কে। সেখান থেকেই বিশ্বকাপ উড়ে যাবে মুম্বই, গোয়া, কোচির উদ্দেশে।

বিশ্বকাপের থিম সংয়ের উদ্বোধন হবে মুম্বইতেই। ৬ সেপ্টেম্বর সেই অনুষ্ঠানে দেখা যাবে বিশ্ব ফুটবলের বেশ কিছু বড় নামকে।তাঁদের মধ্যে সব থেকে বেশি যে নামটি নিয়ে আলোচনা তিনি হলেন কার্লোস ভালদেরামা। সেখানে একটি প্রদর্শনী ম্যাচ হওয়ার কথা থাকলেও মুম্বইয়ের বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তায় ফিফা। যে কারণে ভালদেরামাদের ভারতে এই সময় আসা কিছুটা হলেও সংশয়ে। দেশের মাটিতে বিশ্বকাপ, স্বভাবতই উচ্ছ্বসিত পিকে বন্দ্যোপাধ্যায় আফসোসের সুরে বলেন, ‘‘আমাদের সময়েও যদি এরকম সুযোগ থাকত। আমরা বিশ্বকাপ খেলতে পারিনি কিন্তু দেশের মাটিতে বিশ্বকাপ দেখার জন্য মুখিয়ে রয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football FIFA World Cup U-17
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE