Advertisement
১১ মে ২০২৪
Sports News

কোচি অপছন্দ, গুয়াহাটি পছন্দ, এ বার পালা যুবভারতীর

যুব বিশ্বকাপের আর বাকি নেই বেশি। তার মধ্যেই স্টেডিয়ামের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন ফিফার প্রতিনিধিরা। কোচির স্টেডিয়ামের প্রস্তুতি দেখে বেজায় চটেছেন ফিফার প্রতিনিধিরা।

গুয়াহাটিতে ফিফার প্রতিনিধিরা। ছবি: পিটিআই।

গুয়াহাটিতে ফিফার প্রতিনিধিরা। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ২০:৪২
Share: Save:

যুব বিশ্বকাপের আর বাকি নেই বেশি। তার মধ্যেই স্টেডিয়ামের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন ফিফার প্রতিনিধিরা। কোচির স্টেডিয়ামের প্রস্তুতি দেখে বেজায় চটেছেন ফিফার প্রতিনিধিরা। তার মধ্যেই ফিফাকে কিছুটা আশ্বস্ত করতে পেরেছে গুয়াহাটির ইন্দিরা গাঁধী স্টেডিয়াম। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজনে অনেকটাই এগিয়ে গিয়েছে গুয়াহাটির স্টেডিয়াম। ফিফার ইভেন্ট হেড জ্যামি ইয়ারজা বলেন, ‘‘রাজ্য সরকারের ভূমিকায় আমরা খুশি। অসাধারণ ভেন্যু। আমরা এখানকার সমর্থকদের ফুটবলপ্রেম কতটা সে‌টা জানি। গুয়াহাটির প্রস্তুতি দেখে আমরা সত্যিই খুশি। এটা একটা খুব ভাল বিশ্বকাপ হতে চলেছে।’’

আরও খবর: রোনাল্ডোর জোড়া গোলে জিতল পর্তুগাল, জয় পেল ফ্রান্স, হার নেদারল্যান্ডসের

শুধু স্টেডিয়াম নয়, বিশ্বকাপ ঘিরে যা যা পারিপার্শ্বিক প্রস্তুতি নেওয়ার প্রয়োজন সবটাই দারুণভাবে নিয়ে ফেলেছে গুয়াহাটির আয়োজকরা। থাকার জায়গার একটা সমস্যা থাকলেও তা দ্রুত মিটে যাবে বলেই বিশ্বাস। এই সমস্যা মেটাতে তৈরি হচ্ছে বেশ কয়েকটি পাঁচতারা হোটেল। টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার সেপিও অসম সরকারের প্রশংসায় পঞ্চমুখ। এদিকে, কোচির কাজে অসন্তুষ্ট ফিফা প্রতিনিধি জানিয়ে দিয়েছেন, কোচি একান্তই এগোতে না পারলে তাঁদের প্ল্যান বিও নাকি তৈরি রয়েছে। যদিও সেটা কী জানা যায়নি। সোমবার কলকাতা ভেন্যু যুবভারতী দেখতে আসবেন ফিফার প্রতিনিধিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FIFA U-17 World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE