Advertisement
০৫ মার্চ ২০২৪
কোপা দেল রে

পরিবর্ত হিসেবে নামলেন মেসি, তবে ক্লাসিকো ড্র

বুধবার প্রথম লেগের ম্যাচ শেষ হল ১-১ গোলে। ম্যাচের ছয় মিনিটে লুকাস ভাসকোয়েসের গোলে রিয়াল এগিয়ে গেলেও ৫৭ মিনিটে বার্সা শিবিরে স্বস্তি ফেরান বোর্দু থেকে এ বার মেসিদের দলে আসা ২১ বছরের ব্রাজিলীয় উইঙ্গার ম্যালকম ফিলিপে সিলভা দে অলিভিয়েরা।

সৌজন্য: ম্যাচ অমীমাংসিত। মেসিকে বুকে টেনে নিলেন রামোস। রয়টার্স

সৌজন্য: ম্যাচ অমীমাংসিত। মেসিকে বুকে টেনে নিলেন রামোস। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৭
Share: Save:

বার্সেলোনা ১ • রিয়াল মাদ্রিদ ১

পরিবর্ত হিসেবে তাঁকে নামতে হল ম্যাচের ৬৩ মিনিটে। কিন্তু ক্যাম্প ন্যু’তে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন অধরা রইল লিয়োনেল মেসির।

বুধবার প্রথম লেগের ম্যাচ শেষ হল ১-১ গোলে। ম্যাচের ছয় মিনিটে লুকাস ভাসকোয়েসের গোলে রিয়াল এগিয়ে গেলেও ৫৭ মিনিটে বার্সা শিবিরে স্বস্তি ফেরান বোর্দু থেকে এ বার মেসিদের দলে আসা ২১ বছরের ব্রাজিলীয় উইঙ্গার ম্যালকম ফিলিপে সিলভা দে অলিভিয়েরা। অ্যাওয়ে ম্যাচ ড্র করার সুবাদে কিছুটা এগিয়ে রইল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগের ম্যাচ আগামী ২৭ ফেব্রুয়ারি।

ম্যাচ ড্র হলেও বুধবার সকলের নজর ছিল মেসির দিকে। প্রথমার্ধে তিনি বসেছিলেন ডাগ-আউটেই। পরে ফিলিপে কুটিনহোর পরিবর্তে তিনি মাঠে নামেন। চোটগ্রস্ত মেসিকে কি নামানো একান্তই প্রয়োজনীয় ছিল? বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে বলেছেন, ‘‘এটা ঠিক যে, এখনও মেসি পুরোদস্তুর স্বাভাবিক হতে পারেনি। তবে আগের চেয়ে ও অনেকটাই ফিট হয়ে গিয়েছে।’’ সেখানেই না থেমে ভালভার্দে আরও বলেছেন, ‘‘সামনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে। তাই আমরা শুরু থেকে মেসিকে নামিয়ে বাড়তি ঝুঁকি নিতে রাজি ছিলাম না। পরে সামান্য সময়ের জন্য ওকে নামানো হয়েছিল।’’ আগামী রবিবার লা লিগায় অ্যাথলেটিক বিলবাও-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে বার্সেলোনা। সেই ম্যাচে কি মেসি খেলবেন? ভালভার্দে বলেছেন, ‘‘সুস্থ থাকলে মেসি অবশ্যই খেলবে। দলের স্বার্থে কোন ফুটবলারকে কখন প্রয়োজন, তা ভেবে নিয়েই আমাদের সিদ্ধান্ত নিতে হয়। ফলে এখনই জোর দিয়ে বলতে পারছি না যে, রবিবারের ম্যাচে শুরু থেকে মেসি খেলবে।’’

নবাগত ম্যালকম সম্পর্কে বার্সা ম্যানেজারের পর্যবেক্ষণ, ‘‘বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবল খেলে। তার সঙ্গে ক্ষিপ্র গতি রয়েছে। দ্রুত দলের খেলার স্টাইলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। পরে ওকে আরও অনেক ম্যাচে ব্যবহার করা যেতেই পারে। আমরা সকলেই ম্যালকমের সম্পর্কে যথেষ্ট আশাবাদী।’’

ঘরের মাঠে ম্যাচ ড্র হওয়াতে তাঁরা যে স্বস্তিতে নেই, তা-ও মেনে নিয়েছেন ভালভার্দে। তিনি বলেছেন, ‘‘বের্নাবাউ-য়ে দ্বিতীয় লেগের ম্যাচ কঠিন হয়ে গেল। তবে ফুটবলারদের প্রতি আস্থা রয়েছে। মাথা ঠান্ডা রেখে গোল করতেই হবে। ওই ম্যাচের আগে হাতে কিছুটা সময় পাওয়া যাবে। তার মধ্যে ভুল শুধরে নিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE