Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sports News

হতাশার পাঁচ মাস কাটিয়ে মাঠে ফেরাটাই লক্ষ্য রোহিতের

চোট,আঘাতে জর্জরিত ছিলেন। খেলতে পারেননি ভারত-অস্ট্রেলিয়া রোমহর্ষক সিরিজ। এবার ফিরছেন আইপিএল-এ। কিন্তু বাইরে বসে দেশের খেলা দেখাটা কতটা যন্ত্রণার সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন রোহিত শর্মা। গত পাঁচ মাস ক্রিকেট খেলতে পারেননি রোহিত।

সাংবাদিক সম্মেলনে মুম্বই ইন্ডিয়ান্স কোচ জয়বর্ধনের সঙ্গে রোহিত শর্মা।ছবি: পিটিআই।

সাংবাদিক সম্মেলনে মুম্বই ইন্ডিয়ান্স কোচ জয়বর্ধনের সঙ্গে রোহিত শর্মা।ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ২১:৪৯
Share: Save:

চোট,আঘাতে জর্জরিত ছিলেন। খেলতে পারেননি ভারত-অস্ট্রেলিয়া রোমহর্ষক সিরিজ। এবার ফিরছেন আইপিএল-এ। কিন্তু বাইরে বসে দেশের খেলা দেখাটা কতটা যন্ত্রণার সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন রোহিত শর্মা। গত পাঁচ মাস ক্রিকেট খেলতে পারেননি রোহিত। এ বার যেন হাফ ছেড়ে বাঁচলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক আবার ফিরছেন ক্রিকেটে। আর তার পরই বেরিয়ে এসেছে সেই হতাশার সময়ের কথা। তিনি বলেন, ‘‘দীর্ঘদিন, পাচ মাসেরও বেশি। আমি মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। এতদিন খেলাটা মিস করেছি খুব। যদিও জানি একজন ক্রীড়াবিদের জীবনের অঙ্গ এটা। আমি আর পিছন ফিরে তাকাতে চাই না। আবার নতুন করে শুরু করতে চাই।’’

আরও খবর: অশ্বিনকে নিয়েই গেম প্ল্যান সাজিয়েছিলেন ফ্লেমিং

৬ এপ্রিল রাইজিং পুণে সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে রোহিত শর্মার ক্রিকেটে ফেরার লড়াই। বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় রান নিতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। এর পর পুরো ইংল্যান্ড সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বাইরেই বসে থাকতে হয়েছে। বলেন, ‘‘আমার বয়স সবে ২৯। পাঁচ মাস ক্রিকেটের বাইরে থাকাটা বড় ব্যাপার নয়। ভবিষ্যতেও এমনটা হতে পারে। পরো কেড়িয়ারে অনেক গেম মিস করতে হবে। এটা কোনও অবাক করার মতো ঘটনা নয়। আমি এখন সামনের দিকে তাকাতে চাই। সামনে অনেক ক্রিকেট অপেক্ষা করছে।’’ অনেক আশার কথা বলেও সেই পাঁচ মাসের হতাশার কথা লুকিয়ে রাখতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর হোটেলের ঘরে বসে দেখতে হয়েছে দলের খেলা। বলেন, ‘‘হোটেলের ঘরে বসে দলের খেলা দেখাটা খুব কঠিন। কিন্তু এটা মেনে নিতে হবে বার বার। আমার লক্ষ্য ছিল কত দ্রুত মাঠে ফেরা যায় সেদিকে। আমি আবার মাঠে ফিরেছি। খেলার জন্য তৈরি।’’

২০১৩তে রিকি পন্টিংয়ের থেকে টুর্নামেন্টের মাঝে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল রোহিতে হাতে। সেই থেকেই চলছে। এ বারও দল নিয়ে আত্নবিশ্বাসী তিনি। বলেই দিলেন, যে কোনও দলকে চমকে দিতে পারে তাঁর দল। গত বছরটা অতটা ভাল ছিল না। এটা খুব অল্প সময়ে অনেক ম্যাচ খেলার টুর্নামেন্ট। বলেন, ‘‘আমাদের প্রথম ম্যাচ পুণের বিরুদ্ধে। ওদের দল বেশ ভাল। বেশ কিছু নতুন মুখ রয়েছে।’’ পাশাপাশি দলের নতুন কোচ শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকেও নিয়েও উচ্ছ্বসিত তিনি। ‘‘আমি মাহেলা সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। ও একজন লিজেন্ড।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rohit Sharma Mahela Jayawardene IPL 2017
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE