Advertisement
E-Paper

বিশ্বকাপ ফুটবলের ১০০ বছর! ২০৩০ সালে ৬৪ দেশকে নিয়ে প্রতিযোগিতা করার ভাবনা

২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। সেই সঙ্গে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৫:৩৫
FIFA World Cup Trophy

ফিফা বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৩০ সালে। সেই প্রতিযোগিতার ১০০ বছর পূর্ণ হবে ২০৩০ সালে। যে কারণে ওই বছরের বিশ্বকাপ বিশেষ ভাবে উদ্‌যাপন করতে চাইছে ফিফা। প্রস্তাব দেওয়া হয়েছে, ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল খেলবে ওই প্রতিযোগিতায়। যদিও এখনও পাকাপাকি ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। সেই সঙ্গে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ হবে। ১৯৩০ সালে বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। ফাইনালে খেলেছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনা। প্যারাগুয়েও খেলেছিল প্রথম বিশ্বকাপে। এই তিনটি দেশে একটি করে ম্যাচ হবে ২০৩০ সালের বিশ্বকাপে। ১০০ বছরের উদ্‌যাপন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণত ফুটবল বিশ্বকাপ ৩২টি দেশকে নিয়ে হয়। ২০২৬ সালে সেই বিশ্বকাপ হবে ৪৮টি দেশকে নিয়ে। আয়োজক আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। ফিফার এক কর্তা বলেন, “বিশ্বকাপের ১০০তম বছরে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫ মার্চ যে বৈঠক হয়েছিল, সেখানে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও এটা হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।” ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনোর এই প্রস্তাব পছন্দ হয়েছে বলে জানা গিয়েছে।

২০২৬ সালের বিশ্বকাপে পারফরম করতে পারে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। কিছু দিন আগে যে ব্যান্ড ভারতেও অনুষ্ঠান করে গিয়েছে। কোল্ডপ্লের সঙ্গে কথা বলছে ফিফা। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় কোল্ডপ্লের অনুষ্ঠানটি আয়োজনের ভাবনা রয়েছে।

Fifa World Cup Gianni Infantino
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy