Advertisement
২৬ এপ্রিল ২০২৪
AC Milan

AC Milan: এগারো বছর পরে সেরি আ এসি মিলানের

রবিবার খেতাবি ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়ে দিয়েছে সাসউয়োলোকে। দলের পক্ষে জোড়া গোল করে নায়ক ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিহু।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২২ ০৮:৩৬
Share: Save:

অবশেষে স্বপ্নপূর্ণ সমর্থকদের। দীর্ঘ এগারো বছর পরে সেরি আ খেতাব জিতল এসি মিলান। রবিবার খেতাবি ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়ে দিয়েছে সাসউয়োলোকে। দলের পক্ষে জোড়া গোল করে নায়ক ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিহু। অন্য গোলদাতা ফ্র্যাঙ্ক কেসি।

৩৮ ম্যাচে এসি মিলানের পয়েন্ট ৮৬। সমসংখ্যক ম্যাচ খেলে ইন্টার মিলানের পয়েন্ট দাঁড়ায় ৮৪। এ দিন তারাও ৩-০ গোলে হারিয়েছে সাম্পদরিয়াকে। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। ম্যাচের পরে এসি মিলান ম্যানেজার স্টেফানো পিয়োলি বলেছেন, “এতদিনে আমাদের লড়াই সার্থকতা পেল। লিগ জিতে এবং একই সঙ্গে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে পেরে আমি গর্বিত।” ম্যাচের ১৭ এবং ৩২ মিনিটে জোড়া গোল করে দলের লিগ খেতাব নিশ্চিত করে দেন জিহু। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান কেসি। ৩৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রইল নাপোলি।৭০ পয়েন্ট নিয়ে চারে জুভেন্টাস।

এমবাপের নতুন চুক্তি: যাবতীয় জল্পনা থামিয়ে কিলিয়ান এমবাপে রয়ে গেলেন প্যারিস সাঁ জারমাঁতেই। ফিরিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের প্রস্তাব। নতুন চুক্তি অনুযায়ী বিশ্বকাপ জয়ী ফ্রান্সের তারকা প্যারিসের ক্লাবের হয়ে আরও তিন বছর খেলবেন। ফরাসি সংবাদমাধ্যমের খবর, এমবাপেকে ১২৩২ কোটি টাকা দিয়েছে পিএসজি। যা নিয়ে ক্ষিপ্ত রিয়াল মাদ্রিদ এবং লা লিগা কমিটিও। ক্লাবে থেকে যাওয়ার ঘোষণার উৎসব ফরাসি স্ট্রাইকার পালন করেন শেষ ম্যাচ মেস-এর বিরুদ্ধে হ্যাটট্রিকে। পিএসজি জেতে ৫-০। এমবাপের গোল ২৫, ২৮ ও ৫০ মিনিটে। বাকি দু’টি গোলের একটি নেমারের, অন্যটি প্যারিসের ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলতে নামা অ্যাঙ্খেল দি মারিয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AC Milan Serie A
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE