Advertisement
০১ মে ২০২৪
Alejandro Garnacho

রুনির গোল মনে করালেন গারনাচো

শনিবার ঘরের মাঠে ইপিএলে এগিয়ে থেকেও লিভারপুলের বিরুদ্ধে ড্র করে ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচের পরে ডারউইন নুনেজ়ের সঙ্গে মাঠের ধারে তর্ক করে শিরোনামে উঠে এলেন ম্যানেজার পেপ গুয়ার্দিওলা।

An image of Football

দুরন্ত: গারনাচোর বাইসাইকেল কিক। ম্যান ইউর ম্যাচে। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ০৬:০২
Share: Save:

চেনা ছন্দে ফিরছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার বিপক্ষের মাঠে এভার্টনকে ৩-০ হারিয়ে দিল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব। অবিশ্বাস্য বাইসাইকেল কিকে গোল করলেন আলহান্দ্রো গারনাচো। তাও খেলার তিন মিনিটেই। যে গোলের সঙ্গে তুলনা করা হচ্ছে রুনির গোলের। অন্য দুই গোলদাতা মার্কাস র‌্যাশফোর্ড ও অ্যান্থনি মার্সিয়াল। র‌্যাশফোর্ড গোল করেন ৫৬ মিনিটে পেনাল্টিতে। অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ নিজে পেনাল্টি না মেরে তাঁকে মারতে দেন। মার্সিয়ালের গোল ৭৫ মিনিটে।

শনিবার ঘরের মাঠে ইপিএলে এগিয়ে থেকেও লিভারপুলের বিরুদ্ধে ড্র করে ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচের পরে ডারউইন নুনেজ়ের সঙ্গে মাঠের ধারে তর্ক করে শিরোনামে উঠে এলেন ম্যানেজার পেপ গুয়ার্দিওলা।

ঘটনার সূত্রপাত ম্যাচ শেষ হওয়ার পরে। হঠাৎ দেখা যায়, টাচলাইনের ধারে বাগ্‌যুদ্ধ চলছে গুয়ার্দিওলা এবং নুনেজ়ের মধ্যে। লিভারপুল তারকা একটা সময় এগিয়েও যান তাঁর দিকে। তবে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন দুই দলের আধিকারিকেরা। লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ-ও এগিয়ে এসে সরিয়ে নিয়ে যান তাঁর দলের ফুটবলারকে। পরে পেপ-এর হাত ধরে কথাও বলেন ক্লপ।

শনিবার আর্লিং হালান্ডের গোলে এগিয়ে থাকা ম্যান সিটির জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় আলেকজান্ডার আর্নল্ডের সমতার গোলে। সাংবাদিক বৈঠকে প্রত্যাশিত ভাবেই প্রশ্ন উড়ে আসে পেপ-এর দিকে। কী নিয়ে তর্ক হচ্ছিল দুজনের? বিতর্কের কারণ-ই বা কী? পেপ জবাবব দেন, ‘‘কিছুই তো হয়নি। নুনেজ় আমার চেয়ে শারীরিক ভাবে অনেক বেশি শক্তিশালী। তেমন কিছু হয়নি, যা নিয়ে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। ওটা আমি ভুলে গিয়েছি।’’

কিন্তু উরুগুয়ের ২৪ বছরের তারকার আচরণে খুশি হতে পারেননি ক্লপ। লিভারপুল ম্যানেজার বলেছেন, ‘‘যা হয়েছে তার জন্য আমি খুবই লজ্জিত। আমি পেপকে যেমন ভালবাসি, তেমনই স্নেহ করি নুনেজ়কেও। ফলে আমি খুব অস্বস্তিতে পড়ে গিয়েছি। স্বীকার করছি মাঠে এমন ঘটনা যত কম হয়, তত মঙ্গল।’’

ক্লপ আরও বলেন, ‘‘ওরা যে কী নিয়ে তর্কে জড়িয়ে পড়েছিল, সেটা আমার কাছেও স্পষ্ট নয়। তা ছাড়া ওদেরে ভাষাটাও আমি বুঝতে পারিনি। তবে এমন পরিস্থিতি তৈরি হওয়া কারও পক্ষেই শুভ নয়। গ্যালারিতেও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেটা নিয়েও সতর্ক থাকতে হবে। আমি এই বিষয় নিয়ে পরে নুনেজ়ের সঙ্গে কথা বলব।’’

এতিহাদে ম্যান সিটির মতো দলের বিরুদ্ধে ম্যাচ ড্র করে আনন্দিত ক্লপ। তিনি বলেছেন, ‘‘পেপ জেতার জন্য মরিয়া হয়েছিল। আমার দলও জেতার মতোই ফুটবল খেলেছে। এই ফলে মোটেও হতাশ হচ্ছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE