সাত মাস পরে বিশ্বকাপে মুখোমুখি হবে দুই দেশ। এই ম্যাচের জন্যই তাকিয়ে থাকে গোটা ফুটবল বিশ্ব। মাঠে নামার আগে এখনই মাঠের বাইরে জোর ঝামেলা লেগে গেল দুই দেশের।
তাদের কোনও দোষ নেই, তাই ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের বাতিল হয়ে যাওয়া ম্যাচ খেলতে নারাজ আর্জেন্টিনা। ফিফা জানিয়েছে লাতিন আমেরিকার দুই দেশ মুখোমুখি হবে ২২ সেপ্টেম্বর। কিন্তু সেই ম্যাচ খেলতে রাজি নয় লিয়োনেল মেসির দেশ।
ব্রাজিলের বিরুদ্ধে যোগ্যতা অর্জন ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ২০২১ সালের সেই ম্যাচ পাঁচ মিনিটের মধ্যে বাতিল করে দেওয়া হয়। ব্রাজিলের স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেন আর্জেন্টিনার ফুটবলাররা কোভিড সংক্রান্ত যথাযথ তথ্য দেননি। সেই কারণে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় মেসিদের।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে সেই দেশের ফুটবল সংস্থার এক উপদেষ্টা আন্দ্রেস উরিখ বলেন, “আমাদের মনে হয় ফের খেলার সিদ্ধান্ত ঠিক নয়। আর্জেন্টিনার জন্য ম্যাচ বাতিল হয়নি। আমরা নিজেদের জায়গায় ঠিক ছিলাম। তাই আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করতে চাই।”